1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির পোল্যান্ড আক্রমণ দিয়ে শুরু দ্বিতীয় বিশ্ব যুদ্ধ

১ সেপ্টেম্বর ২০০৯

সত্তর বছর আগে ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্ব যুদ্ধ৷ পোল্যান্ডের গডান্স্ক বা ডানজিগ শহরের কাছে এক অনুষ্ঠানে মঙ্গলবার স্মরণ করা হল এই দিনটি, স্মরণ করা হল নিহতদের৷

https://p.dw.com/p/JNGh
ছবি: AP

এতে অংশ নিল পোল্যান্ড, জার্মানি ও রাশিয়া৷

পোল্যান্ডের গেডান্স্ক বা ডানজিগ শহরের কাছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শুরুর সত্তরতম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ অনুষ্ঠানের শুরুতে মঙ্গলবার সকালে পোল্যান্ডের নেতারা স্মরণ করিয়ে দিলেন জার্মানি ও তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের দায়িত্বের কথা এবং ইতিহাস বিকৃত করার বিরুদ্ধে সাবধানবানী উচ্চারণ করলেন৷ পোলিশ প্রেসিডেন্ট লেখ কাচিন্সকি স্মরণ করেন পোল্যান্ডের সৈন্যরা যখন জার্মান আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছিল তখন সোভিয়েত রেড আর্মি ১৯৩৯ সালের ১৭ সেপ্টেম্বর পূর্ব পোল্যান্ডে অভিযান চালায়৷ কাচিন্সকি বলেন, এই দিনে পোল্যান্ডকে পিছন থেকে ছরিকাঘাত করা হয়েছিল৷ তিনি বলেন, হিটলার-স্ট্যালিন চুক্তির ফলেই দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সূত্রপাত ঘটেছিল৷

Zweiter Weltkrieg Polen Zeitzeuge Günter Sieling Flash-Galerie
ছবি: Günter Sieling

মঙ্গলবার বিকেলে গেডান্স্ক বা ডানজিগ শহরের কাছে আয়োজিত স্মরণ সভায় অংশ গ্রহণকারী নেতাদের স্বাগত জানান পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক৷ তিনি স্বাগত জানান, জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল, রুশ প্রধানমন্ত্রী ভ্লাডিমির পুটিন এবং ইউরোপের আরো ডজন খানেক প্রধানমন্ত্রীকে৷ এঁরা সকলেই স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণের পর গেডান্স্ক বন্দর নগরীর ওয়েস্টার প্লেটে আয়োজিত স্মরণ সভায় অংশ গ্রহণ করেন৷ জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল জার্মানির দ্বিতীয় যুদ্ধ শুরুর দায়িত্বের কথা উল্লেখ করেন৷ ম্যার্কেল তাঁর ভাষণে বলেন, জার্মানির দখলের ফলে পোল্যান্ডের মত আর কোন দেশ এত দুঃখ কষ্টের শিকার হয় নি৷ আমি দ্বিতীয় বিশ্ব যুদ্ধে নিহত ৬০ মিলিয়ন মানুষকে স্মরণ করছি৷ তিনি বলেন, সত্তর বছর আগে ১ সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমনের মধ্য দিয়ে শুরু হয় ইউরোপীয় ইতিহাসের একটি ট্র্যাজিক অধ্যায়ের৷ জার্মানির আক্রমণ তথা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ফলে বিশ্বের বহু মানুষ অবর্ণনীয় দুঃখ দুর্দশার শিকার হয়৷ পোল্যান্ডের বহু গ্রাম শহর ধ্বংসস্তুপে পরিণত হয়৷

Zweiter Weltkrieg Polen Zeitzeuge Günter Sieling Flash-Galerie
ছবি: Günter Sieling

পোল্যান্ডে নাৎসী জার্মানির আক্রমণের ফলে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শুরুর সত্তরতম বার্ষিকী উপলক্ষ্যে জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল ও রুশ প্রধানমন্ত্রী ভ্লাডিমির পুটিন পোল্যান্ড এর সঙ্গে আপোশকে প্রধান বিষয় বলে উল্লেখ করেন৷ পোল্যান্ডের সঙ্গে মতপার্থক্যের কারণে পুটিন দেশটির সঙ্গে উত্তেজনা প্রশমনের কথা বলেন৷

Gedenkveranstaltung zum 70. Jahrestag Ausbruch Zweite Weltkrieg in Danzig Polen Westerplatte
ছবি: picture-alliance/dpa

প্রতিবেদক: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য