1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ফেসবুকের ‘ফেসিয়াল রেকগনিশন’ এর সমালোচনা

১৯ জুন ২০১১

ফেসবুক কর্তৃপক্ষ তার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন এক সেবা৷ নাম ‘ফেসিয়াল রেকগনিশন’৷ গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু হয় এটি৷ এরপর সেটা ছড়িয়ে দেয়া হয়েছে আরও কয়েকটি দেশে৷

https://p.dw.com/p/11evd
--- DW-Grafik: Per Sander 2011_04_27_dont_like_facebook.psd
ছবি: di.slik.es/dacebook/DW

ধরুন, আপনি একটা ছবি তুললেন৷ কোনো এক রাস্তার ছবি সেটি৷ তাতে কয়েকজন মানুষও রয়েছে৷ তবে আপনি তাদের চেনেন না৷ এখন সেই ছবি যদি আপনি ফেসবুকে আপলোড করেন তাহলে ফেসবুকই আপনাকে সাহায্য করবে ঐ মানুষগুলোকে চেনাতে৷ তবে এজন্য ঐ মানুষগুলো ফেসবুকের অন্য কোনো ছবিতে ‘ট্যাগ' করা থাকতে হবে৷ যে প্রযুক্তিতে ফেসবুক এটা করবে সেটার নামই ‘ফেসিয়াল রেকগনিশন'৷

এর ফলে যে কেউ চাইলে ফেসবুক ব্যবহারকারী অথচ অপরিচিত - এমন মানুষ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে৷ যেটা আদতে সুবিধা করে দিতে পারে বিভিন্ন বাজারজাতকারী প্রতিষ্ঠানকে, বলছেন সমালোচকরা৷ এছাড়া ব্যক্তি পর্যায়েও কেউ কেউ এই সুবিধাকে ভাল বা খারাপ কাজে লাগাতে পারে৷ বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা সুন্দরী কোনো মেয়ের বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এই সুবিধার কারণে৷

আর এজন্যই সমালোচনা হচ্ছে ফেসবুকের নতুন এই সেবার৷ শুরুটা করেছেন ইন্টারনেট নিরাপত্তা কোম্পানি ‘সোফোস' এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রাহাম ক্লুলে৷ এরপর একে একে বিভিন্ন দেশ এটা নিয়ে কথা বলছে৷ যেমন জার্মানির তথ্য নিরাপত্তা বিষয়ক কমিশনার পেটার শার বলছেন, ব্যবহারকারীদের না জানিয়ে ফেসবুক ‘প্রাইভেসি ডিক্লারেশন'এ পরিবর্তন এনেছে৷ তবে এজন্য ফেসবুক কর্তৃপক্ষের নিন্দা করা বা এর প্রতিবাদ জানানো, এমন কোনো কিছু করার কথা এখনো বলেন নি জার্মান কর্মকর্তারা৷

উল্লেখ্য, যুদ্ধপূর্ব নাৎসি আমলের ও যুদ্ধোত্তর পূর্ব জার্মানির গোপন পুলিশ সদস্যদের গোয়েন্দাগিরির কারণে জার্মানির যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেজন্য অনলাইনে তথ্য শেয়ারের বিষয়টি দেশটিতে খুব সংবেদনশীল বলে ধরা হয়৷ ইউরোপীয় ইউনিয়ন বলছে, তারা ফেসবুকের এই নতুন সেবার ব্যাপারে তদন্ত করবে৷

এসব সমালোচনার জবাবে ফেসবুক বলছে, ব্যবহারকীরারা চাইলে ‘অ্যাকাউন্ট সেটিংস'এ গিয়ে সুবিধাটা ‘ডিজ্যাবল' করতে পারে৷ তাহলে আর তাদের নাম কেউ ট্যাগ করতে পারবে না৷ তবে এই সুবিধা চালুর আগে ব্যবহারকারীদের কাছ থেকে এ ব্যাপারে মতামত নেয়া উচিত ছিল বলে মনে করছে ফেসবুক৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান