1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ক্রিকেট

৮ জুলাই ২০১২

জার্মানিতে ক্রিকেট খেলার প্রচলন হয়েছিল শত বছর আগে৷ কিন্তু এই খেলাটি এদেশে জনপ্রিয়তা তেমন একটা পায়নি৷ জার্মান ক্রিকেট দলে অধিকাংশ খেলোয়াড়ই বিদেশি৷

https://p.dw.com/p/15TaN
India's Virender Sehwag eyes the ball as he bats during the second day of the third and final cricket test match against New Zealand, in Nagpur, India, Sunday, Nov. 21, 2010. (AP Photo/Aijaz Rahi)
ছবি: AP

দিলশান রাজুদ্দিন'এর কথাই ধরা যাক৷ ২৭ বছর বয়সি এই যুবক বন ক্রিকেট ক্লাব'এর অধিনায়ক এবং কোচ৷ সাত বছর আগে তিনি শ্রীলঙ্কায় ছিলেন এবং সেদেশে পেশাদার ক্রিকেট খেলেছেন৷ এই খেলা ভালোবাসেন দিলশান৷ যেকারণে জার্মানিতেও ক্রিকেট'এর পেছনে সময় ব্যয় করছেন তিনি৷ দিলশান মনে করেন জার্মানিতে ক্রিকেট কোন বিরল খেলা নয়, কিন্তু সমস্যা হচ্ছে এই খেলা তেমন একটা গুরুত্ব পায় না এদেশে৷ খেলার মানও আশাব্যাঞ্জক নয়৷

দিলশান বলেন, শ্রীলঙ্কার তুলনায় জার্মানিতে ক্রিকেটের মান অনেক নিচে৷ বলা যেতে পারে সেদেশের চতুর্থ ডিভিশন পর্যায়ে যে খেলা হয়, সেটা হচ্ছে জার্মানির ক্রিকেটের বর্তমান অবস্থান৷

জার্মানিতে ক্রিকেট খেলা থেকে অর্থ উপার্জনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি৷ ফলে খেলোয়াড়দেরকে প্রথমে চিন্তা করতে হয় কাজের কথা, তারপর খেলা৷ দিলশান'এর দলের অনেক খেলোয়াড় সপ্তাহান্তে কাজ করেন৷ দিলশান অবশ্য জার্মান জাতীয় দলেও খেলছেন৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, কোন দেশের জাতীয় দলে খেলতে চাইলে একজন খেলোয়াড়কে সেদেশে কমপক্ষে চার বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে৷ দিলশান ২০০৮ সাল থেকে জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করছেন৷

জার্মানির ক্রিকেট এসোসিয়েশেন'এর পরিচালক ব্রায়ান মান্টেল জানান, জাতীয় দলের অনেক খেলোয়াড়ের অর্থকষ্ট রয়েছে৷ অধিকাংশ খেলোয়াড়ই এসেছে ভারত কিংবা পাকিস্তানের মতো দেশগুলো থেকে যেখানে ক্রিকেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ খেলা৷ খেলোয়াড়রা দিনের বেলা ওয়েটার অথবা ট্যাক্সি চালক হিসেবে কাজ করে৷ আর ক্রিকেট প্রশিক্ষণের জন্য তারা এমন একটা সময় বেছে নেয়, যখন কাজ নেই৷

বলাবাহুল্য, জার্মানিতে ক্রিকেট নতুন কোন খেলা নয়৷ উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদেশে ক্রিকেটের প্রচলন হয় শতাধিক বছর আগে৷ প্রথম ক্লাবটি তৈরি হয়েছিল বার্লিনে৷ একদল ইংলিশ এবং মার্কিন নাগরিক এই ক্লাবটি প্রতিষ্ঠা করে৷ বর্তমানে জার্মানিতে ৮০টি ক্রিকেট ক্লাব রয়েছে৷ ক্রিকেট এসোসিয়েশন মাঝে মাঝে ক্রিকেট প্রশিক্ষণেরও ব্যবস্থা করে থাকে৷

জার্মান জাতীয় দলের অধিনায়ক আসিফ খান মনে করেন, এদেশে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে হলে অনেক প্রচারের প্রয়োজন৷ তিনি বলেন, ‘‘কোন গুরুত্বপূর্ণ খেলা বা টুর্নামেন্টের আগে জাতীয় দৈনিকে এসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হওয়া জরুরি৷'' জাতীয় দলের বর্তমান সাফল্যেও সন্তুষ্ট খান৷ গত তিন বছরের বিশ্ব ক্রিকেট ব়্যাংকিংয়ে বেশ খানিকটা এগিয়ে এসেছে জার্মানি৷ বর্তমানে ব়্যাংকিংয়ে জার্মানির অবস্থান ৩৯ তম৷ বছর কয়েক আগে এই দেশ ছিল তালিকায় ৫০ নম্বর স্থানে৷

প্রতিবেদন: আন্দ্রে লেজিলে / এআই
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য