1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্ন, মাইনৎসের জয়

১৯ ডিসেম্বর ২০১২

বুন্ডেসলিগায় চলছে শীতকালীন বিরতি৷ তবে থেমে নেই জার্মান ফুটবল৷ মঙ্গলবার হয়ে গেল জার্মান কাপের খেলা৷ আর তাতে ছিল চমক৷ বুন্ডেসলিগার ক্লাব ফোরটুনা ড্যুসেলডর্ফ ২-০ গোলে হেরে গেছে তৃতীয় বিভাগের দল ওফেনবাখের কাছে৷

https://p.dw.com/p/175MX
AUGSBURG, GERMANY - DECEMBER 18: Xherdan Shaqiri (L) of Muenchen scores the 2nd team goal against Alexander Manninger, keeper of Augsburg during the DFB cup round of sixteen match between FC Augsburg and FC Bayern Muenchen at SGL Arena on December 18, 2012 in Augsburg, Germany. (Photo by Alexander Hassenstein/Bongarts/Getty Images)
ছবি: Getty Images

ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগে জার্মানির প্রতিনিধি শালকে হেরে গেছে বুন্ডেসলিগা ক্লাব মাইনৎসের কাছে৷ এর ফলে শালকের পরাজয়ের ধারা অব্যাহত থাকলো৷ কেননা শনিবার তারা বুন্ডেসলিগার ম্যাচে ফ্রাইবুর্গের কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল৷ যার ফলে চাকরি হারাতে হয়েছে কোচ হুব স্টিভেন্সকে৷ খেলা হয়েছে শালকের মাঠে৷ প্রথমে গোল করেছিল মাইনৎস৷ পরে হুন্টেলারের গোলে সমতা নিয়ে এসেছিল শালকে৷ কিন্তু অতিরিক্ত সময়ে গোল পেয়ে যায় মাইনৎস৷ এতে করে জার্মান কাপের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয়েছে শালকে'কে৷

Fußball DFB-Pokal Achtelfinale: FC Schalke 04 - 1. FSV Mainz 05 am 18.12.2012 in der VELTINS-Arena in Gelsenkirchen (Nordrhein-Westfalen). Die Mainzer Adam Szalai (l-r), Junior Diaz, Torschütze Marco Caligiuri und Shawn Parker jubeln über das Tor zum 0:1. Foto: Kevin Kurek/dpa (Achtung! Der DFB untersagt die Verwendung von Sequenzbildern im Internet und in Online-Medien während des Spiels (einschließlich Halbzeit). Achtung Sperrfrist! Der DFB erlaubt die Publikation und Weiterverwertung der Bilder auf mobilfunkfähigen Endgeräten (insbesondere MMS) und über DVB-H und DMB erst nach Spielende.) +++(c) dpa - Bildfunk+++
ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগে জার্মানির প্রতিনিধি শালকে হেরে গেছে বুন্ডেসলিগা ক্লাব মাইনৎসের কাছেছবি: picture-alliance/dpa

এদিকে বুন্ডেসলিগার শীর্ষ দল বায়ার্ন মিউনিখের তারকা খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরি লাল কার্ড পেয়েছেন৷ তবে তারপরও অবশ্য আউগসবুর্গের বিরুদ্ধে ২-০ গোলের জয় পেয়েছে বায়ার্ন৷ দলের পক্ষে গোল দুটি করেন মারিও গোমেজ আর শাকিরি৷ আউগসবুর্গের দক্ষিণ কোরীয় খেলোয়াড় কু জা চেওলের সঙ্গে বিবাদে জড়ানোয় লাল কার্ড পান রিবেরি৷ বায়ার্নের কোচ ইয়ুপ হেইঙ্কেস বলেছেন, রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল৷ রিবেরির উচিত হয়নি বিবাদে জড়ানো৷

এবার জার্মান কাপ সম্পর্কে কিছু কথা৷ বুন্ডেসলিগার পর জার্মান ফুটবলের দ্বিতীয় মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হলো এই জার্মান কাপ৷ মোট ৬৪টি দল খেলে থাকে এই নকআউট টুর্নামেন্টে৷ বুন্ডেসলিগা আর দ্বিতীয় বুন্ডেসলিগার ৩৬টি ছাড়াও এতে খেলে থাকে তৃতীয় বিভাগের শীর্ষ চারটি দল৷ থাকে অঞ্চলভিত্তিক টুর্নামেন্টের শীর্ষ দলগুলোও৷

গত বছর বুন্ডেসলিগার মতো জার্মান কাপও জিতেছিল বোরুসিয়া ডর্টমুন্ড৷ আর বায়ার্ন মিউনিখ সর্বোচ্চ ১৫ বার জার্মান কাপ জিতেছে৷

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য