1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বয়ফ্রেন্ড ট্র্যাকার

২৩ আগস্ট ২০১৩

আপনার ছেলেবন্ধু কখন কোথায় যায়? কার সঙ্গে কি আলাপ করে? কিংবা কে তাঁকে কি ম্যাসেজ পাঠায়? – এসব তথ্য গোপনে জানতে অনেকে ব্যবহার করছেন ‘বয়ফ্রেন্ড ট্র্যাকার' অ্যাপ৷ অবশ্য এই অ্যাপ নিয়ে চলছে ব্যাপক বিতর্ক৷

https://p.dw.com/p/19Ulg
frau im boot © mars #3295880 absatz agent angelegenheit anruf anwender arbeit arbeiten assistent auftraggeber augen augenbraue augenbrauen beauty beauty-modell begehren bestellen bestellung bewundern bildung blau blick boot braunes haar brille business businesswoman businesswomen call center call-center display drahtlos elektronik emotionen erfolg erfolgreich fotografie frau frauen freizeit freude freundlich friseur glatt glatte haut gsm haare haare schneiden haarfarbe haben wollen halten handy handys haut herzlich intelligent job jugend jugendhaft jugendlich jung karriere kommunikation kommunizieren kontakt konversation kopf leute lippe lippen lippenstift make make up make-up meer mensch menschlich mikrofon mitteilen mitteilung mobil mobiltelefon model motorboot mund must have must-have nachricht nase perfekt prepaid handy rechnung redend rote rote lippen schiff schminke schminken schminkkoffer schuldenfalle sexy sms sommer sonne sprechen student taint taste tasten technik teen teenager telefon telekommunikation termine treffen twens umts unscharf unterhalten unterhaltung up urlaub verabredung verbindung verkauf verkaufsangestellte vertragshandy warm weiblich werbung wimper wimpern wimperntusche wireless wissen zeitdruck
ছবি: Fotolia/mars

বিতর্ক মূলত ব্রাজিলে৷ কেননা সেখানেই দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ‘বয়ফ্রেন্ড ট্র্যাকার'৷ অবস্থা বেগতিক দেখে গুগল তার স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলেছে৷ এজন্য প্রতিষ্ঠানটি কোনো কারণ ব্যাখ্যা না করলেও ধারণা করা হচ্ছে, এই অ্যাপ গোপনীয়তা সংক্রান্ত আইন লঙ্ঘন করছে৷

নির্মাতা মাথিয়ুস গ্রিজোর দেওয়া তথ্য অনুযায়ী, মাত্র দু'মাস আগে প্রকাশ করা হয় অ্যাপটি৷ আর এরই মধ্যে পঞ্চাশ হাজারের মতো মানুষ সেটি ব্যবহার শুরু করেছে৷

মার্সিয়া আলমাইদার বয়স ৪৭ বছর৷ রিও ডি জানিরোর এই বাসিন্দা বলেন, ‘‘ব্রাজিলীয়রা কুচুটে স্বভাবের, কি আর বলবো? নিঃসন্দেহে অ্যাপটি জনপ্রিয়তা পাবে৷'' বিশ্বাসঘাতকতার অভিযোগে সাত বছর আগে নিজের স্বামীকে ত্যাগ করেছেন আলমাইদার৷ তিনি এই অ্যাপের কার্যক্রমকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নজরদারির সঙ্গে তুলনা করে বলেন, ‘‘এটা ভিন্ন ধরনের গোয়েন্দাগিরি৷ আপনি আপনার ঘনিষ্ঠ একজনের উপর নজরদারি করছেন, অপরিচিত কারো উপর নয়৷''

Yanomami Bevolkerung; Juni 2013, Yanomami Reserve; Copyright: Hutukara
রিও ডি জানিরোর এক বাসিন্দা বলেন, ‘‘ব্রাজিলীয়রা কুচুটে স্বভাবের,নিঃসন্দেহে অ্যাপটি জনপ্রিয়তা পাবে’’ছবি: Hutukara

প্রসঙ্গত, এনএসএ কর্মী এডোয়ার্ড স্নোডেনের ফাঁস করা গোপন নথিতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি নজর রাখছে ব্রাজিলের উপর৷ এই তথ্য ফাঁস হওয়ার পর সেদেশ বেশ চটেছে যুক্তরাষ্ট্রের উপর৷ বিষয়টি খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রে একটি সরকারি প্রতিনিধি দলও পাঠিয়েছে ব্রাজিল৷

এনএসএ জটিলতার মধ্যেই ‘বয়ফ্রেন্ড ট্রাকার' নিয়ে আসেন যুক্তরাষ্ট্রে বসবাসরত সফটওয়্যার ডেভেলপার গ্রিজো৷ ফলে ব্রাজিলে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বিতর্ক আরো বেড়েছে৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, গ্রিজোর এই উদ্ভাবন ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক আইন লঙ্ঘন করে থাকতে পারে৷ তাছাড়া ছেলেবন্ধুর উপর নজরদারির বিষয়টি হাস্যরসের হলেও বিপজ্জনক কাজেও অ্যাপটি ব্যবহার করা যেতে পারে৷ বিশেষ করে এটি একজন ব্যক্তির অবস্থান তাঁর নিজের অজান্তেই অন্যকে জানাতে পারে৷ যাঁর উপর নজর রাখা হচ্ছে তাঁর মোবাইলে আসা বা মোবাইল থেকে যাওয়া ক্ষুদেবার্তা অন্য কোনো ফোনে ফরওয়ার্ড করতে পারে৷ সর্বোপরি যে ফোনে অ্যাপটি সেটআপ করা হয়েছে, সেটি ব্যবহারকারীর অনুমতি ছাড়াই নিরবে অন্য কোনো ফোনে কল করতে পারে৷ এতে করে নজরে থাকা ব্যক্তির কথোপকথনও অন্য কেউ শুনতে পারবে৷

ডেভেলপার গ্রিজো অবশ্য মনে করেন, তাঁর অ্যাপ কোনো ধরনের গোপনীয়তা আইন লঙ্ঘন করছে না৷ তাই গুগল তাদের স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেললেও গ্রিজোর ওয়েবসাইটে সেটি এখনো রয়েছে৷

এআই/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য