1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগে জার্মান বায়ার্ন হারাল ইংলিশ ম্যান সিটিকে

২৮ সেপ্টেম্বর ২০১১

চ্যাম্পিয়নস লিগের মঙ্গলবারের খেলায় জার্মানির বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে৷ জার্মানির দক্ষিণে অবস্থিত মিউনিখ শহরে হয়েছে খেলাটি৷

https://p.dw.com/p/12iFv
Bayern's Daniel Van Buyten of Belgium, right, and Manchester City's Edin Dzeko challenge for the ball during the Group A Champions League soccer match between FC Bayern Munich and Manchester City in Munich, southern Germany, on Tuesday , Sept. 27, 2011.(Foto:Matthias Schrader/AP/dapd)
ফুটবলের দখল পেতে বায়ার্ন ও ম্যান সিটির দুই তারকার লড়াইছবি: dapd

এর আগে লিগের প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাব ভিলারেয়ালকে হারিয়েছিল বায়ার্ন৷ ফলে এখন পর্যন্ত গ্রপ ‘এ'-র শীর্ষে তারা৷ এই গ্রুপের অন্য দল ইটালির নেপোলি মঙ্গলবার ভিলারেয়ালকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে৷

বায়ার্নের দুটো গোলই করেন স্ট্রাইকার মারিও গোমেজ৷ খেলার প্রথমার্ধেই গোল দুটি হয়৷ তবে খেলা শুরুর পর থেকে ৩০ মিনিট পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ম্যান সিটির কাছে৷ সেসময় বায়ার্নকে একটু নার্ভাস দেখাচ্ছিল৷ খেলা শেষে সেটা স্বীকার করেছেন গোলদাতা গোমেজ৷ তবে এরপরই, খেলায় ফিরে আসে বায়ার্ন৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে গোমেজ অন্তত দু'বার হ্যাট্রিকের সুযোগ পান৷ কিন্তু সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেন নি৷ এ নিয়ে গোমেজ গত শেষ সাত ম্যাচে ১১টি গোল করলেন৷

Munich's players celebrate to supporters after winning the Group A Champions League soccer match between FC Bayern Munich and Manchester City FC in Munich, southern Germany, on Tuesday , Sept. 27, 2011. Munich won 2-0. (Foto: Kerstin Joensson/AP/dapd)
জয়ের পর বায়ার্ন মিউনিখের তারকাদের উল্লাসছবি: dapd

খেলা শেষে বায়ার্নের কোচ ইয়ুপ হেঙ্কেজ গোমেজের পাশাপাশি রিবেরি ও শোয়াইনস্টাইগারের প্রশংসা করেন৷ ওদিকে বায়ার্নের কোচ যখন তাঁর খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ, তখন ম্যান সিটির কোচ রবার্টো মানচিনি তাঁর দলের আর্জেন্টাইন খেলোয়াড় কার্লোস টেভেজের কড়া সমালোচনা করেন৷ মানচিনি বলেন, দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে টেভেজকে নামাতে চাইলে টেভেজ খেলতে অস্বীকার করেন৷ সেজন্য রেগে গিয়ে মানচিনি বলেন যে তাঁর অধীনে খেলোয়াড় হিসেবে টেভেজের আর কোনো জায়গা নেই৷ টেভেজ অবশ্য কোচের এই অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি বলছেন, সাইড বেঞ্চে ভুল বোঝাবুঝি থেকেই এই সমস্যা তৈরি হয়েছে৷

উল্লেখ্য, এর আগেও টেভেজ আর ম্যান সিটি খবরের আলোয় এসেছিল৷ সেসময় টেভেজ আর সিটিতে খেলবেন না বলে জানিয়েছিলেন৷ কিন্তু পরে সে সমস্যার সমাধান হয়৷ টেভেজ বলেন, তার পরিবার এখন ইংল্যান্ডেই থাকে৷ তাই এখন, ম্যান সিটিতে খেলতে তাঁর আর কোনো সমস্যা নেই৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান