1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের কারখানা

৩০ জুন ২০১২

চীনের অর্থনৈতিক উন্নয়নের ‍অন্যতম কারিগর গ্রামাঞ্চলের শ্রমিকরা৷ কেননা অল্প বেতনের বিনিময়ে তাদেরকে কাজে নিয়োগ দেয়া যায়৷ অথচ এই শ্রমিকরা আজ কিন্তু নানা সমস্যার মুখোমুখি৷

https://p.dw.com/p/15OYI
In this Feb. 4, 2011 photo, Li Weishu, father of migrant worker Li Biying, looks at his farm at the Li family's house in Sanxing, China. An agrarian society for thousands of years, China is on the cusp of having more urban than rural dwellers for the first time. Of an estimated 150 million migrant workers in China, 90 million are under 30 and they are driving one of the most significant demographic shifts in the country's history. (AP Photo/Eugene Hoshiko)
ছবি: AP

চীনকে বলা হয় ‘বিশ্বের কারখানা'৷ এমন কোনো জিনিস নেই যা তৈরি হয় না চীনের বিভিন্ন কারখানায়৷ নির্মাতারা যে দামে চায়, ঠিক সে দামের মধ্যেই পণ্য তৈরি করে দেয় চীন৷ ফলে চীনের অর্থনীতিতে বয়ে চলেছে সুবাতাস৷

প্রত্যন্ত গ্রামে বসবাস করা চীনারা ভাগ্য গড়তে বড় বড় শহরে গিয়ে এসব কারখানায় কাজ করছেন৷ আর অল্প বেতনে তাদেরকে নিয়োগ দিচ্ছেন ব্যবসায়ীরা৷ শুধু তাই নয়, মাঝেমধ্যে এই শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ পাওয়া যাচ্ছে৷ তাছাড়া লেখাপড়ার ক্ষেত্রে তাদের ছেলে-মেয়েদের সমান অধিকার দেয়া হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে৷

এসবের দাবিতে শ্রমিকরা প্রায়ই রাস্তায় নেমে বিক্ষোভ করে থাকেন৷ কখনো কখনো অভিবাসী এসব শ্রমিকদের সঙ্গে স্থানীয়দেরও দ্বন্দ্ব দেখা দেয়৷

কাজের সন্ধানে গ্রামাঞ্চল থেকে যে পরিমাণ শ্রমিক শহরে পাড়ি জমাচ্ছেন, সে সংখ্যাটা বিশ্বের হিসেবে সর্বোচ্চ৷ এবং দিন দিন সেটা বাড়েই চলেছে৷ যেমন শাংহাইয়ে ২০০০ সালে অভিবাসী শ্রমিকের সংখ্যা ছিল ৯০ লক্ষ৷ দশ বছর পর সে সংখ্যাটা দাঁড়িয়েছে দুই কোটি ৩০ লক্ষে৷

A migrant worker sleeps as he waits for his train outside Shanghai's railway station, January 19, 2012. Chinese New Year, or Spring Festival, is the biggest of two "Golden Week" holidays, giving migrant workers their only chance of the year to return to their home provinces with gifts for their families. More than 200 million people are expected to take to the railways over this year's holiday, the biggest movement of humanity in the world. REUTERS/Carlos Barria (CHINA - Tags: SOCIETY TRANSPORT)
এক চীনা অভিবাসী শ্রমিকছবি: Reuters

এসব অভিবাসী শ্রমিকের কারণে বড় বড় শহরগুলোয় বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে৷

এই শ্রমিকদের একটা বড় অংশ তরুণ৷ তারা মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি একটু বিনোদনও চায়৷ এক জরিপে দেখা গেছে, তরুণ শ্রমিকদের অর্ধেকই তাদের একঘেঁয়ে কাজ নিয়ে খুশি নন৷ তারা মনে করছেন যে, তারা যে কাজ করছেন তার ভবিষ্যৎ ভালো নয়৷

এদিকে, চীনে বাসস্থান ও শিক্ষা সহ বিভিন্ন সরকারি সেবা পেতে প্রত্যেক নাগরিককে তাঁর নিজ গ্রামে বা অঞ্চলে নিবন্ধিত থাকতে হয়৷ এই নিয়মটা অভিবাসী শ্রমিকদের জন্য একেবারেই ভালো নয়৷ কেননা এর ফলে শ্রমিকরা নিজ অঞ্চল ছেড়ে অন্য জায়গায় গিয়ে কাজ করায়, তাদেরকে সেখানকার স্থানীয়দের তুলনায় বেশি মূল্যে বিভিন্ন সরকারি সেবা নিতে হচ্ছে৷

এসব কারণে শ্রমিকদের মধ্যে দানা বাঁধছে রোষ৷ আর সেটা, যে কোনো সময় বড় বিক্ষোভে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা৷

প্রতিবেদন: জন ব্লাউ / জেডএইচ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য