1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলতি বছরেই ইরাক ছাড়বে সব মার্কিন সেনা - ওবামা

২২ অক্টোবর ২০১১

চলতি বছরের মধ্যেই ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এক ভাষণে এটি স্পষ্টভাবে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ ওবামার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি৷

https://p.dw.com/p/12wya
President Barack Obama speaks in the Rose Garden of the White House in Washington, Thursday, Oct. 20,2011, to discuss the death of Libyan leader Moammar Gadhafi. (AP Photo/Charles Dharapak
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: dapd

ইরাকে অবস্থানরত ৩৯ হাজার সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে অবসান হবে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্রের ইরাক অভিযান পর্ব৷ সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র বা ডাব্লিউএমডি রয়েছে এমন ভুয়া অভিযোগে ২০০৩ সালে ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বাহিনী৷ তবে সেই অভিযানে জার্মানি সহ অনেক দেশই সাড়া দেয়নি বরং বিরোধিতা করেছিল৷ কয়েক মাসের যুদ্ধ শেষে ইরাক দখল করে মার্কিন ও ব্রিটিশ বাহিনী৷ ধরা পড়েন সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, এবং শেষ পর্যন্ত ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় তাঁকে৷ কিন্তু আজ পর্যন্ত সাদ্দাম হোসেনের সেই মারণাস্ত্র খুঁজে পাওয়া যায়নি৷

গত ২০০৮ সালে ইরাক থেকে সেনা প্রত্যাহারের উদ্যোগ নেয় তৎকালীন বুশ প্রশাসন৷ এরপর কয়েকধাপে ইরাকে মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার তাঁর রেডিও ভাষণে জানিয়ে দিলেন, চলতি বছরের শেষ নাগাদ ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতির অবসান ঘটবে৷ ফিরে আসবে সব মার্কিন সেনা৷ জানা গেছে, ইরাকি সরকারের সঙ্গে একটি আপোশে আসতে ব্যর্থ হওয়ার পরই মার্কিন সব সেনা দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন বারাক ওবামা৷ ইরাকে আরও বেশ কয়েকদিন বেশি মার্কিন সেনাদের রাখার ব্যাপারে আলোচনা হচ্ছিল দুই দেশের মধ্যে৷ ইরাকি সরকার চাচ্ছিলো যে, এই বছরের পরও হাজার পাঁচেক মার্কিন সেনা সেখানে অবস্থান করুক যারা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দিতে কাজ করবে৷ তবে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রস্তাব ছিলো, কোন অপরাধ করলেও এসব মার্কিন সেনাদের ইরাকি আইনের আওতায় বিচার করা যাবে না৷ কিন্তু ইরাকি সরকার সেই প্রস্তাব মানতে রাজি না হওয়ায় দুই পক্ষের আলোচনা ভেস্তে যায়৷

এদিকে মার্কিন বাহিনীকে ইরাক থেকে পুরোপুরি প্রত্যাহার করার ব্যাপারে প্রেসিডেন্ট ওবামার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি৷ তিনি বলেছেন, এটি ইরাকি জনগণের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এর ফলে ইরাকে নিরাপত্তা পরিস্থিতির কোন পরিবর্তন হবে না৷ মালিকি বলেন, ‘‘আমরা সামরিক অধ্যায় পার করে এসেছি এবং সমতার ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সহযোগিতার দিকে এগিয়ে গিয়েছি৷ মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ইরাকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রমের আর কোন কারণ থাকবে না৷''

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান