1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গৃহযুদ্ধ শেষ শ্রীলঙ্কায়, নিখোঁজ প্রভাকরণ

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ১৮ মে ২০০৯

দীর্ঘ পঁচিশ বছরের যুদ্ধ শেষ৷ পরাজয় স্বীকার করে নিল তামিল টাইগাররা৷ যদিও এখনও অস্ত্র সমর্পণ তারা করে নি বলে দাবি করছেন তামিল টাইগারদের মুখপাত্র৷

https://p.dw.com/p/HsNi
এল টি টি ই-র কিশোরবাহিনী৷ স্বাধীন রাষ্ট্র গঠনের তামিল টাইগারদের বিদ্রোহে হয়তো বা যবনিকা পতন হল প্রায় তিন দশক পর৷ছবি: AP

উত্তর পূর্ব জাফনায় তামিল টাইগারদের শেষ ঘাঁটিতে মাত্র আটশো বর্গমিটার জায়গায় এল টি টি ই যোদ্ধাদের ঘিরে ফেলেছে শ্রীলঙ্কার সেনাবাহিনী৷ শ্রীলঙ্কা সরকারের প্রতিরক্ষামন্ত্রকের তরফে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার উদয়া নানয়াক্কারা রবিবার কলম্বোয় এ খবর জানিয়েছেন এক সাংবাদিক সম্মেলনে৷ নানায়াক্কারার তথা শ্রীলঙ্কা সরকারের বক্তব্য, ওই আটশো বর্গমিটার জায়গায় আটকে পড়া এল টি টি ই গেরিলারা এখনও লড়াই থামায় নি, তারা গুলি চালিয়ে যাচ্ছে৷ নানায়াক্কারা বলেন, এল টি টি ই এখন মাত্র আটশো বর্গমিটার জায়গায় আটকে পড়েছে৷ ওখানে নিজেদের বাঙ্কার থেকে ওরা এখনও গুলি চালাচ্ছে আমাদের ওপর৷

সেনা ব্রিগেডিয়ার নানায়াক্কারার এই বক্তব্য থেকে স্পষ্ট, এল টি টি ই গেরিলারা এখনো অস্ত্র সমর্পন করে নি৷ তামিলনেট ওয়েবসাইটে সেকথাই বলেছেন এল টি টি ই-র আন্তর্জাতিক মুখপাত্র সেলাভারাজা পথমনাথন৷ যুদ্ধে পরাজয় স্বীকার করে নিয়ে তাঁর বক্তব্য, আমরা অস্ত্র সমর্পন করিনি তবে যুদ্ধ শেষ হয়ে গেছে অত্যন্ত তিক্তভাবে৷ গোপন কোন ডেরা থেকে সি এন এনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাত্কারে পথমনাথন আরও জানিয়েছেন, গত কয়েকদিনের যুদ্ধে তিন হাজারেরও বেশী এল টি টি ই যোদ্ধার মৃত্যু হয়েছে৷

পরস্পর বিরোধী এরকম বহু তথ্যের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও বারবার প্রশ্ন উঠছে এল টি টি ই সুপ্রিমো ভেলুপিল্লাই প্রভাকরণকে নিয়ে৷ শ্রীলঙ্কার সেনাবাহিনীর বক্তব্য, প্রভাকরণের মৃতদেহ তারা পেয়েছে৷ সংবাদসংস্থা রয়টার্সের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা অফিসার জানিয়েছেন, মৃতদেহটি সত্যিই প্রভাকরণের কিনা তা পরীক্ষা করে দেখার জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ সেনাবাহিনীর আরও চার সদস্য একই কথা বললেও ব্রিগেডিয়ার নানয়াক্কারা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি৷ সরকারী তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রভাকরণ সংক্রান্ত কোন খবর সরকারের কাছে নেই৷

রাজধানী কলম্বোর পথে পথে সেনাবাহিনীর এই বিজয়সংবাদে রবিবার দেখা গেছে উত্সবের আবহাওয়া৷ বিভিন্ন কারণে চরম অর্থনৈতিক দুর্দশায় পড়া শ্রীলঙ্কার পরিস্থিতি এই টাইগার দমনের পর কিছুটা সামলাতে পারবেন বলে আশা করছেন প্রেসিডেন্ট রাজাপাকসে৷ সেইসঙ্গে দ্বিতীয়দফায় নির্বাচনী সাফল্য পেতেও এই টাইগার দমন কাজে দেবে তাঁর এবং তাঁর দলের, এমন প্রত্যাশাও অবশ্যই রয়ে গেছে৷