1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণিত অলিম্পিয়াডের ৫২তম আসরে শীর্ষে চীন

২৪ জুলাই ২০১১

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ৫২তম আসর অনুষ্ঠিত হলো নেদারল্যান্ডসের রাজধানী আম্সটারডামে৷ বিশ্বের ১০২টি দেশের ৫৬৪ জন মেধাবী ছাত্র-ছাত্রী অংশ নিয়েছেন এবারের আসরে৷ বাংলাদেশ থেকে ছয় সদস্যের দল অংশ নিয়েছে আন্তর্জাতিক এই আসরে৷

https://p.dw.com/p/122JT
epa02831452 Young mathematicians are taking part in the International Mathematical Olympiad in Amsterdam on Tuesday 19 July, 2011. The International Mathematical Olympiad is the World Championship Mathematics Competition for High School students and is held annually. The contestants must be less than 20 years old and must not have any post secondary school education. EPA/VALERIE KUYPERS
ফাইল ছবিছবি: picture-alliance/dpa

৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ১৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চীন৷ দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থান দখল করেছে সিঙ্গাপুর৷

এবারের আসরে বাংলাদেশের অবস্থান ৫০ পয়েন্ট নিয়ে ৭২তম৷ এককভাবে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের জন্য রেকর্ড তৈরি করেছেন প্রথমবারের মতো এই আসরে অংশগ্রহণকারী ধনেন্দ্র বিশ্বাস৷ তবে দুঃখজনক যে মাত্র এক পয়েন্ট কম পাওয়ায় রৌপ্য পদক থেকে বঞ্চিত হয়েছেন ধনেন্দ্র৷

এদিকে, প্রায় এক দশক পর স্বর্ণ পদক জিতেছে ভারত৷ কলকাতার আকাশনীল দত্ত এই স্বর্ণ পদক পেয়েছে৷ এছাড়া এবারের আসরে একটি রৌপ্য এবং দু'টি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারতের ক্ষুদে গণিতজ্ঞরা৷ ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান তুলে ধরেছেন এবারের আসরের ফলাফল নিয়ে তাঁর মূল্যায়ন৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান