1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একুশে বইমেলা

৫ ফেব্রুয়ারি ২০১২

সমাজের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরে গণমাধ্যম৷ তবে এবার গণমাধ্যমের সঙ্গতি-অসঙ্গতি তুলে ধরে গণমাধ্যমের সমালোচনামূলক গ্রন্থ প্রকাশ করল শ্রাবণ প্রকাশনী৷ এছাড়া প্রকাশ করেছে ‘বিক্ষোভ সংকলন’৷

https://p.dw.com/p/13xGg
Dhaka, Herr Harun Ur Rashid Swapan hat die angehängten Bilder am 02.02.12 aufgenommen, und stellt sie der DW zur Verfügung. Titel: Ekushey book fair 2012 Bildbeschreibung: The month-long Amar Ekushey Book Fair is bein held in Dhaka, Bangladesh during February 2012. Deutsche Welle will also be present un the fair.
একুশে বইমেলা ২০১২ছবি: DW

এ বছরের ঢাকা বইমেলায় প্রায় ২০টি বই উপহার দিচ্ছে শ্রাবণ প্রকাশনী৷ এর মধ্যে চারটি বই রয়েছে গণমাধ্যমের সমালোচনামূলক গ্রন্থ৷ এছাড়া কার্ল মাক্সের ‘ক্যাপিটাল' থেকে দর্শনের ভারি কথাগুলো মানুষের সহজবোধ্য করার জন্য তেলুগু ভাষায় তিনটি খণ্ডে প্রকাশিত বইয়ের ইংরেজি অনুবাদ করা হয়েছিল৷ সেগুলোর বাংলা সংস্করণ পাঠকদের জন্য বইমেলায় আনছে শ্রাবণ প্রকাশনী৷ রয়েছে বদরুদ্দীন উমরের রচনা সংগ্রহ, প্রথম খণ্ড৷ এটি আগামী ২০-২১ তারিখের দিকে বইমেলায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে৷

প্রকাশিত হচ্ছে ‘বিক্ষোভ সংকলন' নামে উদিসা ইসলামের সম্পাদনায় একটি বাস্তব ঘটনা ভিত্তিক প্রামাণ্য গ্রন্থ৷ ২০০৭ সালে জরুরি অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের উপর যে নির্যাতন হয়েছিল তার ছবি, পেপার কাটিং এবং সম্পাদকীয় স্থান পেয়েছে বইটিতে৷

বইমেলার চতুর্থ দিনে ‘মিডিয়া পোস্টমর্টেম' নামে একটি বই এসেছে৷ এটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত টেলিভিশন সাংবাদিক তুষার আব্দুল্লাহ৷ এখানে বাংলাদেশের গণমাধ্যমের নানা দিক সমালোচনা ও পর্যালোচনার আঙ্গিকে হাজির করা হয়েছে৷

ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবীন আহসান বলেন, ‘‘বাংলা একাডেমীর এক ধরণের স্বৈরাচারিতার কারণে একুশে বইমেলাটি এখনও বৈশাখী মেলার মতো রয়ে গেছে৷ খুব ছোট জায়গায় এবং ছোট ছোট স্টল দিয়ে সাজানো হয়৷ এটি আমাদের দেশের মানুষের অর্থনৈতিক দৈন্যের চেয়ে বুদ্ধিবৃত্তিক দৈন্যের পরিচয় বহন করে৷'' একইসাথে একুশে বইমেলার স্থান পরিবর্তন করে এর পরিবেশ ও অবয়ব আরো সুন্দর করার দাবি জানিয়েছেন রবীন আহসান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য