1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণমাধ্যম নিয়ে

১৬ মার্চ ২০১২

গণমাধ্যমের ওপরে সরকারের কোনো হস্তক্ষেপ কাম্য নয়৷ আর যদি কোনো ধরণের বাধা আসে, তাহলে এই বিষয়ে অভিযোগ জানানোর সুযোগ সাংবাদিকদের রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক৷

https://p.dw.com/p/14L6Y
ছবি: picture-alliance/dpa

‘গত ১২ই মার্চ বিরোধী দল বিএনপি'র মহাসমাবেশ যেন সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা না হয়' - এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে চাপ ছিলো বলে অভিযোগ করে বাংলাদেশের কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল৷ অবশ্য এর পরে, মহাসমাবেশ নিয়ে সরাসরি আলোচনা-অনুষ্ঠান প্রচার করলে একুশে টিভি, বাংলা ভিশন এবং ইসলামিক টিভির সম্প্রচার সাময়িক ভাবে বন্ধ করে দেয়া হয়৷

কেবল অপারেটরদের চাপ দিয়ে এ কাজ করানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে টেলিভিশন চ্যানেলগুলোর পক্ষ থেকে৷

এই ঘটনার প্রেক্ষিতেই অধ্যাপক আ আ ম স সিদ্দিক ডয়চে ভেলে'কে বলেন, ‘‘আমরা চাই, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে৷ জনগণের যে তথ্য পাওয়ার অধিকার সেটি পূরণে গণমাধ্যম কাজ করবে৷''

তিনি বলেন, ‘‘যদি রেকর্ড করা অনুষ্ঠান প্রচার করার ক্ষেত্রে কোনো বাধা না থাকে, তাহলে সরাসরি অনুষ্ঠান প্রচার করার ক্ষেত্রে বাধা থাকবে কেন?'' এটা নিশ্চয়ই হবার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি৷

তবে অধ্যাপক সিদ্দিক গণমাধ্যমের ভূমিকা নিয়ে আরো বলেন যে, ‘‘গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে সেটাই আমরা চাই৷ কিন্তু স্বাধীনভাবে কাজ করতে গিয়ে সেটা যেন স্বাধীনতার অপপ্রয়োগ না হয় - সেদিকেও গণমাধ্যমের নজর রাখা উচিত৷''

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান