1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাজায় মানুষের ঢল

৮ ডিসেম্বর ২০১২

হামাসের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফিলিস্তিনের গাজা সিটিতে আজ হাজার হাজার মানুষ সমবেত হয়েছে৷ হামাসের রাজনৈতিক প্রধান খালেদ মিশালের আগমন তাদের মধ্যে নতুন সাড়া তৈরি করেছে৷

https://p.dw.com/p/16yZN
Palestinian Hamas supporters take part in a rally marking the 25th anniversary of the founding of Hamas, in Gaza City December 8, 2012. After receiving a hero's welcome on his return from decades in exile, Hamas leader Khaled Meshaal will attend a rally in Gaza on Saturday to mark the founding of his Islamist group and celebrate "victory" over Israel. REUTERS/Suhaib Salem (GAZA - Tags: POLITICS CIVIL UNREST ANNIVERSARY)
ছবি: Reuters

গাজায় ইসরায়েলি হামলার পর ফিলিস্তিনের রাজনীতিতে নতুন এক চিত্রের সৃষ্টি হয়েছে৷ একদিকে হামাসের জনপ্রিয়তা যেন সাধারণ মানুষের মধ্যে আরও বেড়ে গেছে৷ অন্যদিকে জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে ভোট পশ্চিম তীরে মাহমুদ আব্বাসকে জনগণের আরও কাছে নিয়ে গেছে৷ তবে দুই দলের মধ্যে দ্বন্দ্ব অবসানের কোন লক্ষণ এখনও দেখা যাচ্ছে না৷ যদিও শুক্রবার গাজা সিটিতে ফেরার পর হামাস নেতা খালেদ মিশাল প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি সমঝোতার পথে এগোবেন এবং বিভেদ দূর করবেন৷

দীর্ঘ ৩৭ বছর পর ফিলিস্তিনের মাটিতে পা রাখলেন খালেদ মিশাল৷ সেই ১৯৭৫ সাল থেকে নিজ জন্মভূমির বাইরে রয়েছেন তিনি৷ ধীরে ধীরে তিনি হামাসের অন্যতম নেতায় পরিণত হন৷ ১৯৯৭ সালে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ তাঁকে হত্যার চেষ্টা করে৷ সেই সময় খালেদ মিশাল জর্ডানে অবস্থান করছিলেন৷ তবে মোসাদের সেই অভিযান শেষ পর্যন্ত ব্যর্থ হয়৷ এতদিন ধরে বিদেশে নির্বাসনে থাকার পর শেষ পর্যন্ত শুক্রবার ফিলিস্তিনে পা ফেলেন ৫৬ বছরের এই রাজনীতিক৷ এটাকে হামাসের বিজয় বলে মনে করছেন অনেকে৷ যেমন গাজার অধিবাসী আবু ওয়ালিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘ইসরায়েল গাজার এই বিজয় দেখে নিশ্চয়ই রাগে ফুঁসছে৷''

Palestinian Hamas supporters take part in a rally marking the 25th anniversary of the founding of Hamas, in Gaza City December 8, 2012. After receiving a hero's welcome on his return from decades in exile, Hamas leader Khaled Meshaal will attend a rally in Gaza on Saturday to mark the founding of his Islamist group and celebrate "victory" over Israel. REUTERS/Suhaib Salem (GAZA - Tags: POLITICS CIVIL UNREST ANNIVERSARY)
ছবি: Reuters

শনিবার হামাসের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন মাত্রা এনে দিয়েছে মিশালের দেশে ফেরা৷ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, লক্ষাধিক মানুষ সমবেত হয়েছে এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে৷ আল কাতিবা কমপ্লেক্সে উপস্থিত জনতার বেশিরভাগই নারী বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের সদস্যরা কড়া নজর রেখেছে সেখানে৷ কাতার, তুরস্ক, মালয়েশিয়া, মিশর, বাহরাইনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে যোগ দেবেন বলে জানানো হয়েছে৷

উল্লেখ্য, ১৯৮৭ সালে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে শুরু হয় ইন্তিফাদা বা প্রতিরোধ আন্দোলন৷ সেই সময় হামাস প্রতিষ্ঠিত হয় এবং দ্রুত জনপ্রিয়তা লাভ করে৷ ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে সমর্থন দিয়েছে হামাস৷ পরে রাজনৈতিকভাবেও তারা প্রতিষ্ঠিত হয়৷ বিগত ২০০৬ সালের নির্বাচনে গাজাতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় হামাস৷ তবে ক্ষমতার ভাগাভাগি নিয়ে ফাতাহ দলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তারা৷ হামাস-ফাতাহ দ্বন্দ্ব ফিলিস্তিনের সমস্যা সমাধানে অন্যতম বাধা বলে মনে করেন পর্যবেক্ষকরা৷

আরআই/এএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য