1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাবার কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে সেনেগালের মানুষ

১১ জুন ২০১১

সেনেগালের খাদ্য সঙ্কট দিন দিন জোরালো হচ্ছে৷ অব্যাহত মূল্যবৃদ্ধির ফলে সেখানকার জনগণ এখন তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত৷ এই নিয়ে সেদেশে ক্ষোভ বাড়ছে দিন দিন৷

https://p.dw.com/p/11Ypn
ক্ষুধা কোন কিছুই শুনতে চায়নাছবি: AP

বিশ্বের অন্যান্য দেশের মতো আফ্রিকার অন্যতম দরিদ্র দেশ সেনেগালেও খাদ্যমূল্য দিন দিন বেড়ে চলেছে৷ এমনিতে মাথাপিছু আয় দেশটিতে অনেক কম৷ তার ওপর দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে অনেকে প্রতিদিনের খাবার কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন৷ অনেক পরিবার এখন এক বেলা খেয়েই দিন কাটাচ্ছে৷ জীবনের মৌলিক চাহিদাটি থেকে এভাবে বঞ্চিত হওয়ায় ক্ষোভ বাড়ছে সেনেগালিজদের মধ্যে৷ আর পেটের আগুন তাই বিক্ষোভের আগুনে রুপ নিয়েছে৷

রাজধানী ডাকারে হাজার হাজার মানুষ এ নিয়ে সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করছেন৷ এই প্রতিবাদ বিক্ষোভে রয়েছেন বহু নারী৷ বাড়িতে খাবার টেবিলের মূল দায়িত্বটি যাদের ওপর৷ তাদেরই একজন তুতি সাম্ব৷ গত কয়েক মাস ধরে মূল্যবৃদ্ধি দেখতে দেখতে তিনি অত্যন্ত বিরক্ত৷ তাঁর ভাষায় ‘‘চালের বাজারে আগুন, টমেটোতেও আগুন, সবকিছুতেই মূল্যবৃদ্ধির আগুন৷ প্রতিদিন টেবিলে খাবার নিশ্চিত করার জন্য আমি কী না করছি!''

তুতি সাম্ব'এর মতো আরও অনেক পরিবার রয়েছে, যাদের অবস্থা একই রকম৷ এই যেমন রাজধানী ডাকার'এর ফাতু বিনতু এন্দিয়ায়ে৷ স্বামী, তিন বাচ্চা সহ যৌথ পরিবারের আরও অনেক সদস্যের খাবার রান্না করতে হয় তাঁকে, প্রতিদিন৷ বাজারটাও তিনিই করে থাকেন৷ তিনি বলেন, ‘‘প্রতিদিন বাজারে গেলে দেখা যায় দাম বেড়ে গেছে৷ আজ যদি এক কেজি সব্জির দাম ৪০০ ফ্রা হয়, তাহলে কালকেই সেটা দুই তিনগুণ বেশি হয়ে দাঁড়ায়৷ অনেক হয়েছে, আর না!''

তবে শুধু সাধারণ ক্রেতারাই নয়, খোলা বাজারে খুচরা বিক্রেতারাও এই দ্রব্যমূল্য বৃদ্ধির শিকার৷ কিন্তু সেনেগালের জনগণের এই ক্ষোভেও কোনো কিছু হচ্ছে না৷ এর মূল কারণ - সরকারের উদাসীনতা ও অদক্ষতা৷ ডাকারের সামান্য কয়েকটি উচ্চবিত্ত্ব পরিবার ছাড়া, নিম্নবিত্ত্ব, এমনকি মধ্যবিত্ত্বরাও এখন হিমশিম খাচ্ছেন প্রতিদিনের খাবারের খরচটি জোগাতে গিয়ে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ