1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জজ মিয়া নাটক চাই না’

সমীর কুমার দে, ঢাকা৯ ফেব্রুয়ারি ২০১৩

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন তাদের বাসভবনের দারোয়ান হুমায়ুন ওরফে এনামুলকে গ্রেফতার করেছে র‌্যাব৷ সাগরের মা সালেহা মনির বলেছেন, আমরা কোন জজ মিয়া নাটক দেখতে চাই না৷

https://p.dw.com/p/17bJr
ছবি: DW

আর মাত্র একদিন পরই পূর্ণ হচ্ছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এক বছর৷ থানা পুলিশ ও ডিবির হাত ঘুরে মামলাটি এখন তদন্ত করছে র‌্যাব৷ তদন্ত শুরুর পর থেকেই র‌্যাব নানা আশার কথা শোনালেও কাজের কাজ কিছুই হয়নি৷ এর মধ্যেই মহাখালীতে খুন হওয়া ডা. নিতাইয়ের খুনিদের এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত গত বছরের ১০ই অক্টোবর সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর৷ সেখানে বলা হয় প্রধান সন্দেহভাজন বাসভবনের দারোয়ান হুমায়ুন ওরফে এনামুলকে গ্রেফতারের চেষ্টা করছে র‌্যাব৷ তাকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

Bangladesch Humayun Kabir alias Enamul
শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে এনামুলকে গ্রেফতার করেছে র‌্যাবছবি: DW/ Samir Kumar Dey

শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে এনামুলকে গ্রেফতার করেছে র‌্যাব৷ অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিন কয়েক আগেই এনামুলকে গ্রেফতারের খবর প্রকাশ হয়েছিল৷ তবে র‌্যাবের বক্তব্য হচ্ছে, শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে এনামুল সিলেটগামী একটি ট্রেনে করে ঢাকা থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন৷ তখন তাকে গ্রেফতার করা হয়৷

র‌্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, এখন পর্যন্ত তদন্তে এনামুলকেই প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে৷

এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হলেও সাগর-রুনির ফ্লাট থেকে উদ্ধার করা আলামতের ডিএনএ-র সঙ্গে এখনও কারও ডিএনএ মেলেনি৷ তারপরও র‌্যাব মহাপরিচালক বলেন, তদন্ত নিয়ে কোন বিভ্রান্তির অবকাশ নেই৷

এদিকে, সাগর-রুনির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার এক আলোচনা সভার আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি৷ সেখানে সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে সাগর-রুনির পরিবারের সবাই উপস্থিত ছিলেন৷ আলোচনায় অংশ নিয়ে সাগরের মা সালেহা মনির আসল খুনি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কোন জজ মিয়া নাটক দেখতে চাই না৷

সাংবাদিক নেতারাও খুনি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷ সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সরকার শুরু থেকেই এই হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছে৷ আসল খুনি গ্রেফতার না হলে পরিণতি ভালো হবে না বলেও উল্লেখ করেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য