1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধনাইজেরিয়া

কেন নাইজেরিয়ায় অপহরণ বাড়ছে ?

১২ মার্চ ২০২৪

আফ্রিকা ভিত্তিক পরামর্শক সংস্থা এসবিএম ইন্টেলিজেন্স-এর তথ্য অনুসারে ২০২২ এর জুলাই থেকে ২০২৩ এর জুন পর্যন্ত নাইজেরিয়ায় তিন হাজার ৬২০ জনকে অপহরণ করা হয়েছিল৷ সেসময় মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা কমপক্ষে ৫০০ কোটি নাইরা (প্রায় ৩.২ মিলিয়ন ডলার) দাবি করেছিল৷ অপহরণকারীরা বেশিরভাগ সময়ই মুক্তিপণ হিসেবে টাকা দাবি করলেও পাশপাশি খাদ্যদ্রব্য, মটরসাইকেল এমনকি পেট্রলও দাবি করে থাকে৷

https://p.dw.com/p/4dRwj