1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে জার্মান সেনাবাহিনী

কার্লা ক্রিস্টিনা ব্লাইকার / এসি২০ মার্চ ২০১৩

২০০৯ সালে উত্তর আফগানিস্তানের কুন্দুসে ন্যাটোর বিমান হানায় বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারায়৷ এক জার্মান কর্নেল সেই আক্রমণের নির্দেশ দেন৷ নিহতদের আত্মীয়-স্বজনেরা ক্ষতিপূরণের দাবিতে জার্মানিতে মামলা করেছে৷

https://p.dw.com/p/180WJ
ছবি: STR/AFP/Getty Images

মামলার শুনানি শুরু হচ্ছে বুধবার বন শহরের প্রাদেশিক আদালতে৷ ২০০৯ সালের তেসরা সেপ্টেম্বরের রাতে উত্তর আফগানিস্তানের কুন্দুস প্রদেশের ছোট্ট একটি গ্রামের ঘটনা৷ কাছের শুকিয়ে আসা কুন্দুস নদীবক্ষে দু'টি তেলের ট্যাংকার আটকা পড়েছিল৷ তেসরা সেপ্টেম্বরের দিন দুপুর নাগাদ এই দু'টি ট্যাংকারকে একটি ভুয়ো চেকপয়েন্ট থেকে অপহরণ করে তালেবান যোদ্ধারা৷ ঘটনায় একটি ট্যাংকারের ড্রাইভার প্রাণ হারায়৷

জার্মান সেনাবাহিনী তখন কুন্দুসে নিযুক্ত৷ ট্যাংকার দু'টি চড়ায় আটকে আছে, এ'খবর পেয়ে জার্মান কর্নেল গেয়র্গ ক্লাইন ধরে নেন যে, তালেবান যোদ্ধারা তেল বোঝাই ট্যাংকারগুলোকে গাড়িবোমা হিসেবে ব্যবহার করার ষড়যন্ত্র করছে৷ তিনি ন্যাটোর জঙ্গি বিমানকে ট্যাংকার দুটি বিনষ্ট করার নির্দেশ দেন৷ ন্যাটোর বিমান থেকে নিক্ষিপ্ত বোমায় প্রাণ হারায় ৯১ থেকে ১৪১ জন মানুষ৷ সংখ্যাটা নিশ্চিত করা সম্ভব নয়, কেননা বিভিন্ন তরফে বিভিন্ন পরিসংখ্যান দেওয়া হয়ে থাকে৷

Bundeswehr Marder Panzer Afghanistan
আফগানিস্তানে সক্রিয় জার্মান সেনাবাহিনীছবি: picture-alliance/dpa

ঠিক কী ঘটেছিল, তা আজও স্পষ্ট নয়

বিমান হানায় যারা প্রাণ হারায়, তারা ছিল প্রায় সবই সাধারণ মানুষ, গ্রামবাসী, যারা ট্যাংকারগুলি থেকে কিছু তেল সরানোর আশায় সেগুলির কাছে জড়ো হয়েছিল৷ কিন্তু তার আগের ঘটনাবলী নিয়ে আজও বিতর্ক আছে৷ কুন্দুসের জার্মান কমান্ডো হেডকোয়ার্টার্স থেকে নাকি ন্যাটোকে বলা হয়েছিল, তারা শত্রুর সঙ্গে মোকাবিলায় নিযুক্ত, যদিও ট্যাংকারগুলির ধারেকাছে কোনো জার্মান সৈন্য ছিল না৷ তবে কিছু পরিচিত, ফেরারি তালেবান নেতাকে নাকি ট্যাংকারগুলির কাছে দেখা গিয়েছিল বলেও জানানো হয়৷

ন্যাটোর বিমান থেকে তোলা ছবিতে ট্যাংকারগুলির চারপাশে বেসামরিক জনতার ভিড় দেখা যাচ্ছে, কিন্তু জার্মান অধিনায়করা বিমান আক্রমণের নির্দেশ দেওয়ার আগে এই ‘এরিয়াল ফোটোগ্রাফ'-গুলি দেখেছিলেন কিনা, তা স্পষ্ট নয়৷ শুধু এ'টুকু নিশ্চিত যে, মার্কিন বিমান থেকে স্থানীয় সময় রাত ১টা বেজে ৪৯ মিনিটে ট্যাংকার দু'টির দিকে দু'টি বোমা নিক্ষেপ করা হয়৷

জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণের দাবি

নিহতদের আত্মীয়-স্বজনেরা এক জার্মান আইনজীবীর মাধ্যমে বন'এর প্রাদেশিক আদালতে মামলা দায়ের করেছেন ফেডারেল জার্মান প্রজাতন্ত্রের বিরুদ্ধে৷ দাবি: ক্ষতিপূরণ৷ কুন্দুসের বিমান আক্রমণে যে ১৩৭ জন নিহত হয়েছে, বাদীপক্ষের আইনজীবী করিম পোপল তাদের প্রত্যেকের জন্য বিশ থেকে পঁচাত্তর হাজার ইউরো ক্ষতিপূরণ দাবি করছেন৷ তাঁর যুক্তি: কর্নেল ক্লাইন পরিকল্পিতভাবে এই ১৩৭ জনের মৃত্যু ঘটিয়েছেন৷

Afghanistan Deutschland Bundeswehr Soldaten Kontakt mit Bevölkerung
জার্মান সৈন্যরা আফগান জনগণের সঙ্গে সংলাপের চেষ্টা চালিয়ে আসছেছবি: picture-alliance/dpa

মামলায় জার্মান ফেডারাল জার্মান প্রজাতন্ত্রের প্রতিভূ হিসেবে বিবাদী করা হয়েছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়কে৷ মন্ত্রণালয়ের উকিল মার্ক সিমার'এর লক্ষ্য হল, মামলা যেন সরাসরি বাতিল হয়৷ অন্যদিকে পোপল নিহতদের মোট ৭৯ জন আত্মীয়স্বজনের হয়ে মামলা করছেন, বলে তিনি জানিয়েছেন৷ কুন্দুসের বিমান হানায় এই সব পরিবারের মোট ১৩৭ জন সদস্য নিহত হয়েছেন, বলে পোপল দাবি করেছেন৷ ‘‘কিশোর এবং শিশুরাই প্রধানত প্রাণ হারিয়েছে,'' বলে পোপল ডয়চে ভেলে'কে জানিয়েছেন৷ ‘‘রাত দুপুরে ঘরের দোরগোড়ায় দু'টো লরি দাঁড়িয়ে৷ তাদের তো কৌতূহল হবেই৷''

দোষী কি নির্দোষী

পোপল'এর মতে কর্নেল ক্লাইন ২০০৯ সালের সেপ্টেম্বরের ঘটনার জন্য দায়ী৷ ক্লাইনের বিরুদ্ধে একটি শাস্তিমূলক প্রক্রিয়া বাতিল করা হয়েছে, কিন্তু পোপল ও তাঁর সতীর্থেরা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং প্রসঙ্গটি জার্মান সাংবিধানিক আদালতে নিয়ে যাওয়ার কথা বলেছেন৷ ‘‘ক্লাইন ভুল আচরণ করেছেন৷ তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বেসামরিক জনতাকে দেখেও ছিলেন৷ তবুও তিনি জেনেশুনে এবং পরিকল্পিতভাবে বোমা আক্রমণের নির্দেশ দিয়েছিলেন, যদিও বৈমানিকরা প্রথমে তা করতে অস্বীকার করে৷'' অপরদিকে কর্নেল ক্লাইন জার্মান সরকারের নামে কাজ করেছেন, কাজেই জার্মান সরকারকে দায়িত্ব নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে, বলেন পোপল৷

অপরদিকে বিবাদী পক্ষের উকিল মার্ক সিমার'এর দৃষ্টিতে ক্লাইন ন্যাটোর হয়ে কাজ করেছেন৷ তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন ন্যাটোর অফিসার৷ বন'এর প্রাদেশিক আদালতের বিচারের এক্তিয়ারও মানতে রাজি নন তিনি৷ এছাড়া ফেডারাল কৌঁসুলি স্বয়ং কর্নেল ক্লাইন'এর বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া বাতিল করেছেন৷ কাজেই তিনি কোনো বেআইনি কাজ করে থাকতে পারেন না, এই হল সিমারের যুক্তি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য