1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর সীমান্ত সমস্যা নিয়ে ছবি প্রযোজনায় স্পিলবার্গ

১২ মার্চ ২০১৩

ই টি, জ’জ, জুরাসিক পার্ক, শিন্ডলার্স লিস্ট, লিংকন – এমন কিছু ছবি উপহার দেয়ার সুবাদে স্টিভেন স্পিলবার্গ হলিউডের জীবন্ত কিংবদন্তি৷ স্পিলবার্গের কাজ মানেই ক্লাসিক ছবি৷ এবার এমন আরেক ছবির জন্য অপেক্ষার পালা শুরু৷

https://p.dw.com/p/17vM3
ছবি: picture-alliance/dpa

ছবিটি হবে ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্ত সমস্যা নিয়ে৷ তবে পরিচালন নয়, ছবিটি প্রযোজনা করবেন যুক্তরাষ্ট্রের এই সুপারস্টার৷ ভারতের অনিল আম্বানিও আছেন তাঁর সঙ্গে৷

স্পিলবার্গ আর অনিল আম্বানি থাকছেন বলতে ছবিটি প্রযোজনা করবে স্পিলবার্গের প্রতিষ্ঠান ড্রিম ওয়ার্কস এবং ভারতের মিডিয়া টাইকুন অনিলের রিলায়েন্স৷ বিশ্বজুড়ে অনেক পুরস্কার পাওয়া এবং অস্কারেও সেরা ছবির মনোনয়ন পাওয়া ‘লিংকন' এই দুই প্রতিষ্ঠানেরই যৌথ প্রযোজনার ফসল৷ তা স্পিলবার্গের নাম যে ছবিতে, সেটা নিয়ে সবার অশেষ কৌতূহল থাকবেই৷

Indien Pakistan Grenze Grenzübergang Wagah Punjab
কাশ্মীর সীমান্ত সমস্যা নিয়ে ছবি প্রযোজনায় স্পিলবার্গছবি: picture-alliance/Bildagentur Huber

কিন্তু আপাতত কৌতূহল মেটানোর উপায় নেই৷ ড্রিম ওয়ার্কস আর রিলায়েন্স মিলে যে ছবিটি করবে তার নাম এখনো জানা যায়নি৷ কে কে অভিনয় করবেন তা-ও এখনো অজানা৷ এ মুহূর্তে প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন স্পিলবার্গ৷ সাংবাদিক এবং ফটোসাংবাদিকরা খুব ব্যস্ত সময় পার করেও এ সম্পর্কে জানতে পারছেন সামান্যই৷ মুম্বইয়ে স্পিলবার্গ ভারতের ডাকসাইটে সব পরিচালকদের সঙ্গে একত্রে বসেছেন৷ সেখানে কথা হয়েছে অনেক৷ কী কথা? তা জানা যায়নি৷ শুধু জানা গেছে অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন৷ স্পিলবার্গের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ‘বিগ বি' মুগ্ধ৷ টুইটার অ্যাকাউন্টে সে কথা নিজেই লিখে জানিয়েছেন অমিতাভ বচ্চন৷

এসিবি/এসবি (এএফপি, এনডিটিভি মুভিজ ডটকম, টাইমস অফ ইন্ডিয়া)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য