1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলংক মোচনের রায়

১৯ নভেম্বর ২০০৯

বাংলাদেশে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে বঙ্গবন্ধু হত্যা মামলার ১২ আসামির মৃত্যদন্ড বহাল রাখা হয়েছে৷ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন৷ আসামিপক্ষ রিভিউ পিটিশন করবে বলে জানিয়েছে৷

https://p.dw.com/p/KbC5
ফাইল ফটোছবি: picture-alliance / dpa

এই রায়ের মধ্য দিয়ে জাতি তার কলংক থেকে মুক্তি পেল বলে মন্তব্য সবশ্রেনির মানুষের৷

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকায় বাংলাদেশ সুপ্রিমকোর্ট এলাকায় ছিল কড়া নিরাপত্তা৷ সকাল ১০টার মধ্যে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা আপীল আদালতে হাজির জন৷ আর ৫ বিচারক আদালতে আসেন একটু দেরিতে, বেলা সাড়ে ১১ টায়৷ পাচ সদস্যের বেঞ্চের সিনিয়র বিচারপতি তফাজ্জল ইসলাম রায় ঘোষণা করেন পৌনে ১২ টায়৷ রায়ে বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া ১২ জন আসামির মৃত্যুদন্ড বহাল রাখেন তারা৷

১২ জনের ৫জন কারাগারে আটক আছেন৷ তারা হলেন, লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশীদ খান, লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ আর্টিলারী, লে. কর্নেল একেএম মহিউদ্দিন ল্যান্সারও মেজর বজলুল হুদা৷

পলাতক ৭ জন হলেন, লে. কর্নেল খন্দকার আব্দুর রশিদ, মেজর শরিফুল হক ডালিম, লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী, মেজর নুর চৌধুরী ক্যাপ্টেন আব্দুল মাজেদ, রিসালদার মোসলেম উদ্দিন এবং মেজর আজিজ পাশা৷ আজিজ পাশা দেশের বাইরে মারা গেছেন বলে জানা যায়৷

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক৷ এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, জাতি দায়মুক্ত হল৷

আর মামলার বাদী বঙ্গবন্ধুর রেসিডেন্ট পিএ আ ফ ম মোহিতুল ইসলাম বলেন, রায়ের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিনের এক বেদনা থেকে মুক্তি পেলেন৷ দেশের সাধারণ মানুষ, সুশীল সমাজ এই রায়কে স্বাগত জানিয়েছেন৷ তবে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন তারা রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করবেন৷ বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মাধ্যমে তার প্রতিক্রিয়া জানান৷ তিনি বলেন আইনের শাসনেরই জয় হয়েছে৷

৭৫'এর ১৫ই আগষ্ট ঘাতকরা সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে৷ নিম্ন আদালত ও হাইকোর্ট পেরিয়ে আজ আপীল বিভাগে এই মামলার চূড়ান্ত রায় ঘোষনা করা হল৷ তবে রায় কার্যকর করার পথে আরে কিছু আইনি প্রক্রিয়া বাকি রয়েছে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক