1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কম খরচের পানির ফিল্টার বাজারে ছেড়েছে টাটা

৯ ডিসেম্বর ২০০৯

বিশ্বে এই প্রথমবারের মত ভারতের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান টাটা গ্রুপ কম খরচে পানির ফিল্টার জনসম্মুখে প্রদর্শন করছে , যা কিনা লক্ষাধিক মানুষের জন্য বিশুদ্ধ এবং প্রাণঘাতী ব্যাধি মুক্ত পানির সরবরাহ করবে৷

https://p.dw.com/p/KyGg
স্বছ্ পানির সন্ধানে এবার এগিয়ে এলো টাটা (ফাইল ফটো)ছবি: UNI

প্রতিষ্ঠানটি জানায়, হিন্দিতে পরিষ্কার বুঝাতে স্বছ্ শব্দটি ব্যবহার করা হয়৷ যেখান থেকে টাটা স্বছ্ নামের এই ফিল্টারটির নামকরণ৷ ফিল্টারটি গ্রামের গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য পরিকল্পিত৷ ফিল্টারটি চালাতে কোন বিদ্যুৎ বা পানির স্রোতের প্রয়োজন হয় না৷এতে ব্যাকটেরিয়া পরিশুদ্ধ করতে ধান কলের ছাই ব্যবহার করা হয়েছে৷

টাটা গ্রুপের রাসায়নিক ব্যবস্থাপনা পরিচালক আর. মুকুনডান জানান, এই ফিল্টারটি ৩,০০০ লিটার পানি বিশুদ্ধ করার ক্ষমতা রাখে, যা কিনা ৫ জনের একটি পরিবারে ২০০ দিন পানি সরবরাহ করবে৷

একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, যে প্রক্রিয়াটি ফিল্টারটিতে ব্যবহার করা হচ্ছে তার মূল্য প্রায় ১০০০ রুপি বা ২১.৫ মার্কিন ডলার৷ রূপার কণা ব্যবহার করে ফিল্টারটিতে পানিবাহিত ব্যাধি যেমন - ডাইরিয়া, কলেরা, টাইফয়েডের জীবাণু ধ্বংস করা হয়৷

টাটা গ্রুপের নির্বাহী পরিচালক ও ভাইস চেয়ারম্যান আর. গোপালাকৃষ্ণনা বলেন, ভোক্তা এবং সাধারণ জনগণ যাদের বিশুদ্ধ খাবার পানি পাবার অধিকার আছে স্বছ্ হচ্ছে তাদের জন্য একটি জাতীয় পদক্ষেপ৷

জাতিসংঘের মতে, বিশ্বে প্রতি ছয় জনে একজন অর্থাৎ ৮৯৪ মিলিয়ন মানুষের বিশুদ্ধ পানি পাবার কোন সুযোগ নেই৷যার ফলে অসুস্থতা ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে ডায়রিয়া, সাধারনত এর শিকার বেশিরভাগই শিশুরা৷ ৯০ শতাংশ মৃত্যুর কারণ হচ্ছে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার এবং বিশুদ্ধ খাবার পানির অভাব৷

টাটা এই প্রকল্পে এক বিলিয়ন রূপি বিনিয়োগ করছে এবং আগামী পাঁচ বছরে এর বিক্রির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তিন মিলিয়ন৷ সাব-সাহারা দেশ আফ্রিকায় ফিল্টারটি বিপণন প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে এই কোম্পানি৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক