1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কঠোর প্রশাসনও থামাতে পারছে না ঈদযাত্রা

শামীমা নাসরিন
১৮ মে ২০২০

নিজ জায়গা থেকে ঈদ করতে বলেছে সরকার, ঈদের ছুটিতে ঢাকা থেকে বের হওয়া ও ফেরার পথ বন্ধের উদ্যোগ নিয়েছে পুলিশ৷ তারপরও ঠেকানো যাচ্ছে না ঈদযাত্রা৷

https://p.dw.com/p/3cPYj
ফেরিতে মানুষের ভিড়ছবি: bdnews24

করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশে প্রায় দুই মাস ধরে বন্ধ আছে গণপরিবহন৷ প্রতিদিনই রেকর্ড সংখ্যায় নতুন রোগী শনাক্ত ও মৃত্যুতে উদ্বিগ্ন সরকার ঈদের ছুটি অন্তর্ভুক্ত করে সাধারণ ছুটির মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে এবং জনগণকে এ বছর যে যেখানে আছে সেখানে থেকেই ঈদ উদযাপনের পরামর্শ দিয়েছে৷

ঘরমুখো মানুষের স্রোত আটকাতে ঈদের আগে ও পরে সাত দিন জরুরি প্রয়োজন ছাড়া মানুষের যাতায়াত আটকাতে ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে প্রশাসন৷

রোববার মাঠ পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আইজিপি বেনজীর আহমেদ রাজধানী ঢাকাকে অবরুদ্ধ করে ফেলার নির্দেশ দিয়েছেন বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনেটন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

বেনজীরের নির্দেশ ছিল, ‘‘সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যেন কোনোভাবেই ঢাকার বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে ঢাকার বাইরে কেউ যেতে না পারে৷ একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীতেও জনস্বার্থে কঠোরভাবে এ নির্দেশ বাস্তবায়ন করা হবে৷’’

Bangladesch | Polizei schickt Menschen zurück nach Dhaka
যাত্রীদের ঢাকা ফেরত পাঠাতে পুলিশের উদ্যোগছবি: bdnews24

রোববার সকাল থেকেই রাজধানী ছাড়তে উদ্যোত মানুষের ঢল আটকাতে সড়কগুলোতে পুলিশের সক্রিয় ভূমিকায় থাকার খবর নানা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে৷ তারপরও মানুষের ঢাকা ছাড়া থেমে নেই৷

গণপরিবহন বন্ধ থাকায় মানুষ নিজের বা ভাড়া গাড়িতে চেপে বাড়ির পথে রওয়ানা হয়েছেন৷ কেউ কেউ ছোট ছোট যানবাহনে চড়ে ভেঙ্গে ভেঙ্গে পথ পাড়ি দিচ্ছেন৷

রোববার দক্ষিণাঞ্চলমুখী অনেক ব্যক্তিমালিকানাধীন গাড়ি মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে ঢাকায় ফেরতও পাঠিয়েছে পুলিশ৷ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের প্রবেশ মুখ সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় চেক পোস্ট বসিয়ে পুলিশ এ কাজ শুরু করেছে৷ জরুরি পণ্যবাহী যান এবং জরুরি কোনো প্রয়োজন ছাড়া কেউ এই চেক পোস্ট পার হতে পারবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ৷

কিন্তু থামছে না মানুষ৷ একদিক দিয়ে যেতে ব্যর্থ হলে গাড়ি ঘুরিয়ে অন্যদিকে রওয়ানা হচ্ছে৷ ফলে সোমবার অনেকটা বাধ্য হয়েই মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে৷

Bangladesch | Gedränge auf einer Fähre
ছবি: bdnews24

করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের অনুরোধে সোমবার বেলা ১১টা থেকে সব ধরনের যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় ফেরি কর্তৃপক্ষ৷

এই নিষেধাজ্ঞা কতদিন বহাল থাকবে তা জানতে ডয়চে ভেলে থেকে টেলিফোনে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি৷

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, এই ঘাট দিয়ে রোববার মধ্যরাত থেকে ব্যক্তিগত গাড়ি পারাপার বন্ধ করে দিয়ে শুধু পণ্যবাহী গাড়ি পারাপারের জন্য চার-পাঁচটি ফেরি সচল রাখা হয়েছিল৷ কিন্তু ফেরিগুলো ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে শতশত মানুষ নদী পার হওয়ার জন্য হুড়মুড় করে ফেরিতে উঠে যেত৷

ফলে কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়৷ যার ফলে এখন পণ্যবাহী পিবহনগুলো নাদী পার হতে না পেরে বিপাকে পড়েছে৷

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায়ও রোববার থেকে পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে জরুরি ও পণ্যবাহী পরিবহন ছাড়া বাকি যানবাহন ফিরিয়ে দিচ্ছে৷ পুরো সড়কে চলছে পুলিশি টহল৷

৯ মে’র ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য