1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার জয়ে ভারতে সর্বস্তরে অনুকূল প্রতিক্রিয়া

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৭ নভেম্বর ২০১২

মার্কিন প্রেসিডেন্ট পদে বারাক ওবামার পুনর্নির্বাচনে ভারতে সর্বস্তরে স্বতস্ফুর্ত প্রতিক্রিয়া৷ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী থেকে শুরু করে শিল্প ও বাণিজ্য মহল, এমনকি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিজ – সকলেই ওবামাকে অভিনন্দন জানিয়েছে৷

https://p.dw.com/p/16eEq
ছবি: Reuters

মার্কিন প্রেসিডেন্ট পদে বারাক ওবামার পুনর্নির্বাচনে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই জয়ে ভারত-মার্কিন পার্টনারশিপ বা সহযোগিতা আরো মজবুত হবে যা বিশ্ব শান্তি ও সুস্থিতি সুনিশ্চিত করবে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারিত হবে, বিজ্ঞান, প্রযুক্তি, উচ্চশিক্ষার সুযোগ প্রসারিত হবে এবং জনসাধারণের ক্ষমতায়নের মাধ্যমে আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলা সম্ভব হবে৷

অর্থমন্ত্রী পি. চিদাম্বরম আশা প্রকাশ করেন, ওবামার জয়ে সার্বিক ভারত-মার্কিন সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হবে৷

ভারতের আইটি বা তথ্য প্রযুক্তি শিল্পের জন্য সুখবর নয় বলে মনে করেন একটি আইটি কোম্পানির এক শীর্ষ কর্মকর্তা৷ ওবামা বলেছিলেন, আউটসোর্সিং বিশেষ করে ভারতে, যুক্তরাষ্ট্রের চাকরির বাজার সংকুচিত করছে৷ ভারতের আইটি ক্ষেত্রের ৮০ শতাংশ আয় হয় মার্কিন ও ইউরোপ থেকে৷ তবে ওবামার নির্বাচনী আশ্বাসের প্রকৃত অভিঘাত বোঝা যাবে আগামী বছর৷

Japanische Zeitungen berichten über Obama-Sieg
জাপানি খবরের কাহজে ওবামার জয়ের উচ্ছ্বাস...ছবি: Reuters

আইটি কোম্পানির আরেক শীর্ষব্যক্তির মতে, ওবামার জয় ভারতের পক্ষে ভালো৷ মার্কিন আর্থিক নীতি অপরিবর্তিত থাকবে৷ আউটসোর্সিং-এর ওপর তেমন প্রভাব পড়বে না৷ নাম করা আর এক আইটি কোম্পানির বড়কর্তার মতে, আউটসোর্সিং মডেল সর্বজন গৃহীত৷ শুধু ভারতের দৃষ্টিকোণ থেকে নয়, বৈশ্বিক দৃষ্টিতেও এর চাহিদা বাড়বে, কর্মসংস্থান বাড়বে৷

বিশিষ্ট অর্থনীতিবিদ দীপঙ্কর দাসগুপ্ত ডয়চে ভেলেকে বললেন, ‘‘আউটসোর্সিং কম করতে গেলে ও দেশের শিল্প লবি যারা নির্বাচনের খরচ জুগিয়েছে, তারা সেটা করতে দেবে না৷ ওদের অখুশি রেখে ওবামার পক্ষে কিছু করা সম্ভব হবে বলে মনে হয় না৷ দ্বিতীয়ত, আউটসোর্সিং কমালেই ওদেশে চাকরি বাড়বে, সেটাও বলা যায়না৷''

দীপঙ্কর দাসগুপ্তের কথায়, ‘‘ওবামা যেটা করবেন, সেটা হলো ভারতের বাজারটা ধরার জন্য প্রাণপণ চেষ্টা চালানো৷ আমাদের মিডল ক্লাস মার্কেটটা ধরে জিনিস-পত্র বিক্রি করতে পারলেই ওদের দেশে কর্মসংস্থান বাড়বে৷''

তাছাড়া মনমোহন সিং সরকারও তাতে সাড়া দেবার জন্য তৈরি, বললেন অর্থনীতিবিদ দীপঙ্কর দাসগুপ্ত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য