1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে মাওবাদীদের তৎপরতা

৫ এপ্রিল ২০১২

উগ্রপন্থীদের দাবিমত দুজন পণবন্দির মুক্তির বিনিময়ে ২৭ জন জেলবন্দিকে ছেড়ে দিতে রাজি হয়েছে ওড়িশা সরকার৷ এই ২৭ জন ভিন্ন ভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর৷

https://p.dw.com/p/14YHO
ছবি: AP

ওড়িশায় উগ্রবাদীদের চাপে তাদের হাতে পণবন্দি দুজনের মুক্তির বিনিময়ে রাজ্যের বিভিন্ন জেলে আটক ২৭ জন বন্দিকে ছেড়ে দিতে রাজি হয়েছে রাজ্য সরকার৷ পণবন্দি দুজনের একজন শাসক দলের আদিবাসী বিধায়ক এবং অন্যজন ইটালীয় ট্যুরিস্ট৷ রাজ্য বিধানসভায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ সরকার স্থির করেছে, ২৭ জনের মধ্যে ১৫ জন চাষি মুলিয়া আদিবাসী সংঘের সদস্য, ৮ জন অন্ধ্র-ওড়িশা বর্ডার কমিটির সদস্য এবং ৪ জন মাওবাদী সব্যসাচী গোষ্ঠীর সদস্য৷

ওড়িশায় উপজাতি এলাকায় বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী সক্রিয়৷ যদিও এদের মৌলিক মতাদর্শ মাওবাদ হলেও এদের কার্যপদ্ধতি ভিন্ন৷ যেমন সিপিআই-এম এল, সিপিআই-এম-এল (গণতান্ত্রিক), ওড়িশা ফরেস্ট মজদুর সংঘ, চাষি মুলিয়া আদিবাসী সংঘ, সিপিআই-এমএল লোকসংগ্রাম মঞ্চ ইত্যাদি৷ গোষ্ঠীগুলির দাবি মোটামুটি অভিন্ন৷ জেলবন্দি সদস্যদের মুক্তি, কথিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ‘অপারেশন গ্রিন হান্ট' বন্ধ করা৷

Indien Maoisten Anschlag Archivbild
বিভিন্ন গোষ্ঠীর মৌলিক মতাদর্শ মাওবাদ হলেও এদের কার্যপদ্ধতি ভিন্নছবি: AP

চাষি মুলিয়া আদিবাসী সংঘ সংক্ষেপে সিএমএএসের শীর্ষ নেতা নচিকা লিঙ্গা বলেছেন, মাওবাদীদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই৷ উল্লেখ্য, সিএমএএস নিষিদ্ধ সংগঠন নয়৷ এদের আন্দোলন ভূমি বণ্টন নিয়ে৷ যেমন উপজাতিদের জমি অনুপজাতি দখল করতে পারবে না৷ রাজ্যের আইনেও তা আছে৷ কিন্তু স্বার্থান্বেষীদের চাপে তা কার্যকর হচ্ছে না৷ সেটা কার্যকর করতে আদিবাসী সংঘ আন্দোলন চালাচ্ছে৷

আদিবাসী সমাজে পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছে এইসব উপজাতি উগ্রবাদীরা৷ এদের সহিংস আন্দোলনে ভয় পেয়ে পালাতে শুরু করে জোতদার আর মদ ব্যবসায়ীরা৷ তারা আশ্রয় নেয় বড় বড় রাজনৈতিক নেতা ও প্রশাসনের৷

সহিংস আন্দোলন দমনের নামে সরকার শুরু করে সাঁড়াশি অভিযান৷ একদিকে গ্রিন হান্ট অন্যদিকে আদিবাসীদের নিয়ে সালওয়া জুডুম অভিযান৷

ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং মনে করেন, ভারতের নিরাপত্তার দিক থেকে সবথেকে বড় চ্যালেঞ্জ এই মাওবাদী সহিংসতা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য