1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এমি ওয়াইনহাউসের শেষকৃত্য সম্পন্ন

২৭ জুলাই ২০১১

প্রতিভাবান ব্রিটিশ ‘‘সোল সিঙ্গার'' এমি ওয়াইনহাউসের শেষকৃত্য হয়ে গেল মঙ্গলবার৷ তার পরিবারের সদস্য এবং বন্ধুরা বিদায় জানিয়েছেন তাকে৷ ২৭ বছর বয়সি সঙ্গীত শিল্পীকে লন্ডনে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় গত সপ্তাহের শেষে৷

https://p.dw.com/p/124mj
ওয়াইনহাউসের বাড়ির সামনে শোকবার্তার পাহাড়ছবি: dapd

শেষকৃত্যের সময় অ্যামির বাবা, মিচ ওয়াইনহাউস মেয়েকে হৃদয়ভাঙা শেষ ভালোবাসার কথা শোনান৷ বলেন,‘‘শুভরাত্রি আমার এ্যাঞ্জেল, ভালো ঘুমোও৷ মা এবং বাবা চিরকালই তোমাকে ভীষণ ভালোবাসে৷''

মিচ ওয়াইনহাউস এবং তার সাবেক স্ত্রী জেনিস বলেন, তাদের মেয়ের মৃত্যুতে তারা ‘‘বিধ্বস্ত৷'' এমি ওয়াইনহাউস ছিলেন তার প্রজন্মের সর্বাধিক খ্যাত ব্রিটিশ গায়িকা৷ কিন্তু এ্যালকোহল এবং মাদকের প্রতি তার প্রবল আসক্তি থেকে বের হয়ে আসতে পারেননি৷ শেষ পর্যন্ত এই তীব্র আসক্তিই তাকে নিয়ে গেছে মৃত্যুর দুয়ারে৷

NO FLASH Amy Winehouse
২৭ বছরের জীবনে অনেক চাপান-উতর দেখেছিলেন ওয়াইনহাউসছবি: Matt Dunham

উত্তর লন্ডনে তার বাড়িতে শনিবার বিকেলে মৃত অবস্থায় পাওয়া যায় এমি'কে৷ সোমবারে তার ময়না তদন্ত শেষ হয়৷ কিন্তু এই পরীক্ষা মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে পেতে ব্যর্থ হয়৷ পুলিশ বলেছে, দুই এবং চার সপ্তাহের মধ্যে আবারো টক্সিকোলোজি টেস্ট করা হবে৷ তবে তার মৃত্যুকে সন্দেহজনকভাবে দেখা হচ্ছে না৷

উত্তরপশ্চিম লন্ডনে অনুষ্ঠিত ইহুদি ধর্মীয় ঐ শেষকৃত্যে উপস্থিত কয়েক'শ মানুষের মধ্যে ডিজে মার্ক রনসন ছিলেন৷ রনসনই ২০০৬ সালে এমি ওয়াইনহাউসের ‘‘ব্যাক টু ব্ল্যাক'' এ্যালবামটি প্রযোজনা করেন৷ এই এ্যালবামই এমি'কে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলে৷ শেষকৃত্য সম্পন্ন হয় ইংরেজি এবং হিব্রু ভাষায়৷ শেষে উপস্থিত সবাই এমির প্রিয় ‘‘সো ফার এ্যাওয়ে'' গানটি পরিবেশন করেন৷

এদিকে এই ব্রিটিশ গায়িকার মৃত্যুর পরে যুক্তরাষ্ট্রে তার হাজার হাজার ভক্ত নতুন করে তার গান শোনার জন্যে ছুটে যাচ্ছেন এমি ওয়াইনহাউসের ‘‘রিহ্যাব''সিডিটি কিনতে৷‘‘ব্যাক টু ব্ল্যাক'' এ্যালবামটিতেই রয়েছে ‘‘রিহ্যাব'' গানটি৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য