1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এফ-১৬ যুদ্ধ বিমানে উড়লেন শাহিদ কাপুর

১৩ জুলাই ২০১১

এখনও যেন আকাশে উড়ছেন বলিউডের এই হিরো৷ উড়ছেন তাঁর স্বপ্ন-উড়ানে৷ শাহিদ'এর কথায়, ‘আমি ভাগ্যবান৷ কারণ মনে হয় না, আর কোনো অভিনেতা এফ-১৬'এর মতো একটি যুদ্ধ বিমান ওড়ানোর সুযোগ পেয়েছেন৷

https://p.dw.com/p/11u0P
বলিউড অভিনেতা শাহিদ কাপুরছবি: UNI

কথাটা একেবারে খাঁটি! শাহিদ'ই প্রথম বলিউড অভিনেতা, যিনি ঐ যুদ্ধবিমানে চালকের আসনে বসার সুযোগ পেয়েছেন৷ কেন বলুন তো? শাহিদের নতুন ছবি ‘মৌসম' পর্দায় আসেছে আগামী সেপ্টেম্বরে৷ পরিচালক বাবা পঙ্কজ কাপুর৷ বলাই বাহুল্য, এই সিনেমাটির হাত ধরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে পঙ্কজের৷

জানা গেছে, ছবিটিতে যুদ্ধবিমানের চালক হিসেবে অভিনয় করছেন শাহিদ৷ সে জন্যই তাঁর এফ-১৬'র ককপিটে বসা৷ শাহিদ জানান, ‘টপ গান' ছবিতে অভিনয়ের সময় এফ-১৫ চালিয়েছিলেন হলিউড অভিনেতা টম ক্রুজ৷ আর এবার, আমার এফ-১৬'র ককপিটে বসার সুযোগ হলো৷ এ এক অসাধারণ অভিজ্ঞতা৷''

F 16 Kampfflugzeug Libyen NO FLASH
এফ-১৬ যুদ্ধ বিমানছবি: AP

কী রকম সেই অভিজ্ঞতা? শাহিদ জানান, ‘‘এফ-১৬'এ কো-পাইলট হিসাবে ককপিটে বসি আমি৷ অবিশ্বাস্য৷ শুনেছিলাম, এই ধরনের বিমানকে নাকি জি-৯ গতি পর্যন্ত চালানো যায়৷ তা আমরা প্রথমে জি গতিতে চালালাম৷ তারপর গতি বাড়িয়ে উঠলাম জি-১'এ৷ সঙ্গে সঙ্গে অনুভব করলাম নিজের শরীরের ওজন৷ এরপর গতি আরো বাড়ালাম৷ উঠলাম জি-২'এ৷ মনে হলো, শরীরের ওজনটা যেন দ্বিগুণ হয়ে গিয়েছে৷ এভাবে জি-৬ অবধি গতি বাড়িয়ে উড়েছিলাম৷ এ অভিজ্ঞতা আমার আমৃত্যু মনে থাকবে৷ শুধু তাই নয়, কথা বললাম সত্যিকারের যুদ্ধবিমান চালকদের সঙ্গে৷ সামনে থেকে দেখলাম তাঁরা কীভাবে কাজ করেন৷ ওঁরাই তো সত্যিকারের হিরো!

বাবার প্রথম ছবি ‘মৌসম' শাহিদ'এরও হৃদয়ের খুব কাছের ছবি৷ তাই ছবিটির জন্য নিজের জীবনের একটি অর্ধেক বছর ধরে কাজ করেছেন শাহিদ৷ শোনা যাচ্ছে, আগামী ১৬ই সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে আদ্যন্ত প্রেমের ছবি ‘মৌসম'৷ ছবিটিতে শাহিদের বিপরীতে অভিনয় করেছেন আর এক কাপুর তনয়া সোনম৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য