1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কান

১৯ মে ২০১২

অ্যাকশন ফিল্মের হিরো জ্যাকি চ্যান’এর নাম সকলেই শুনেছে৷ কিন্তু আনিয়েল্লো আরেনা? এ’বছরের কান চলচ্চিত্র উৎসবের পরে নামটা পরিচিত হয়ে উঠতে পারে৷ ‘রিয়ালিটি’ বা ‘বাস্তব’ ছবির নায়ক আরেনা আবার জেলের কয়েদি৷

https://p.dw.com/p/14yi1
ARCHIV - Blick durch das Palmen-Symbol des Internationalen Filmfestivals von Cannes auf den Hafen der Stadt an der Cote d' Azur (Archivfoto vom 12.05.2009). Das Filmfestival gilt als das bedeutendste weltweit. 2012 findet das Filmfest zum 65. Mal statt. Foto: IAN LANGSDON (Themenpaket Cannes - zum 16. Mai - Hintergrund - «Das Filmfestival Cannes» vom 09.05.2012) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

‘রিয়ালিটি' ছবির কাহিনি হল নেপলস'এর এক মৎস্য-বিক্রেতা'কে নিয়ে৷ লুচিয়ানো'র ব্যবসা, পরিবার, সবই আছে৷ হঠাৎ তার মাথায় বিখ্যাত হবার খেয়াল চাপে৷ এবং বিখ্যাত হবার সহজ পন্থা হল টেলিভিশনে কোনো বিগ ব্রাদার গোছের শো'তে অবতীর্ণ হওয়া৷

চল্লিশোর্ধ আরেনা স্বয়ং একটি খুনের মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, বিশ বছর ধরে কারাবন্দি৷ শুক্রবার কান'এ তাঁর ছবির মোহররতে স্বভাবতই তিনি উপস্থিত থাকতে পারেননি৷ অপরদিকে ছবির মর্মার্থ হল, তথাকথিত ‘রিয়ালিটি টিভি' কিভাবে নিজেদের বাস্তবে বন্দি মানুষদের কাছে স্বপ্নের স্বর্গ হয়ে দাঁড়ায়৷ জেলের বন্দি আরেনা ছবি করতে বাইরে বেরিয়ে এসে ঠিক সেরকমই এক স্বপ্নজগতের স্বাদ পান এবং তাঁর অভিনয়ে সেই ভাবটি ফুটিয়ে তুলতে পেরেছেন - বলে মন্তব্য করেছেন ছবির পরিচালক মাত্তেও গারোনে৷ গারোনে ইতিপূর্বে নেপলস'এর মাফিয়া'দের নিয়ে সাড়া-জাগানো ‘গোমোরা' ছবিটি করেন৷

FILE - In this publicity image released by Columbia Pictures, Jaden Smith as Dre, left, and Jackie Chan as Mr. Han are shown in "The Karate Kid." (AP Photo/Columbia Pictures, Jasin Boland) ©2009 Columbia TriStar Marketing Group, Inc. All Rights Reserved. **ALL IMAGES ARE PROPERTY OF SONY PICTURES ENTERTAINMENT INC. FOR PROMOTIONAL USE ONLY. SALE, DUPLICATION OR TRANSFER OF THIS MATERIAL IS STRICKLY PROHIBITED.
জ্যাকি চ্যানছবি: AP

‘অ্যাকশন! কাট্!'

ওদিকে অ্যাকশন স্টার জ্যাকি চ্যান কান'এ বসেই ঘোষণা করলেন যে, তিনি অ্যাকশন ফিল্ম থেকে অবসর নিচ্ছেন৷ তাঁর সর্বাধুনিক অ্যাকশন ছবি ‘চাইনিজ জোডিয়াক' হবে তাঁর শেষ অ্যাকশন ফিল্ম৷ শুক্রবার কান'এ ছবিটি প্রদর্শিত হওয়া উপলক্ষে চ্যান এই মন্তব্য করেন৷ সঙ্গে ছিলেন ছবিটির অন্যান্য চীনা অভিনেতা-অভিনেত্রী৷

‘চাইনিজ জোডিয়াক'-এ চ্যান এক গুপ্তধন-সন্ধানী, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন কয়েকটি হারানো জ্যোতিষতাত্ত্বিক নিদর্শনের সন্ধানে৷ চ্যান নাকি সাত বছর ধরে ছবিটির কাহিনি, প্রযোজনা, পরিচালনা ও ‘ফাইট ডাইরেকশন' নিয়ে কাটিয়েছেন৷ এবং এ'টি নাকি তাঁর জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ছবিগুলির মধ্যে একটি৷

অপরদিকে ৫৮-বছর-বয়সী চ্যান এ'ও বলেন যে, চাইনিজ জোডিয়াকের মতো অ্যাকশন ছবি করতে করতে তাঁর হাড়ে-গোড়ে ব্যথা ধরে গেছে: যেমন কাঁধে তেমনই পায়ের গোছে৷ তিনি এখনও দেখতে স্বাস্থ্যবান, কাজেই লোকে তাঁকে বিশ্বাস করে না৷

'অবসরগ্রহণের' পর তিনি কি করবেন, এ'প্রশ্নের উত্তরে চান রবার্ট ডি নিরো কিংবা ক্লিন্ট ইস্টউডের মতো হলিউড হিরোদের উদাহরণ দেন: তারাও তো আজও অভিনয় করে চলেছেন৷ চান'এর বক্তব্য হল: ‘‘অ্যাকশন স্টারদের জীবনটা বড় ছোট৷ অ্যাক্টরদের জীবনটা খুবই লম্বা৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (এপি, ডিপিএ)
সম্পাদনা: রিয়াজুল ইসলাম