1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিশঙ্কু বিধানসভা

১৩ ফেব্রুয়ারি ২০১২

ভারতের সব থেকে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ বিধানসভার সাত দফা ভোটের তৃতীয় দফার ভোটের প্রচার শেষ হয়েছে আজ৷ভোট প্রচারে গিয়ে সংখ্যালঘু সংরক্ষণে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী সালমন খুরশিদ৷

https://p.dw.com/p/142dW
ছবি: Suhail Waheed

উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের গতিপ্রকৃতি লক্ষ কোরে ভোট বিশেষজ্ঞদের ধারণা, এবার রাজ্যে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেনা৷ ত্রিশঙ্কু বিধানসভায় আসবেজোট সরকার৷ মুলায়েম সিং-এর সমাজবাদী পার্টি যদি একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে জোট হতে পারে৷

শাসক দল বিএসপি নেত্রী মায়াবতীর পায়ের তলার মাটি ২০০৭ সালের মত আর শক্ত নেই৷ সেটা ২০০৯ সালের সংসদীয় নির্বাচনেই কিছুটা বোঝা গিয়েছিল৷ কারণ দলিতদের ত্রাতা হিসেবে আত্মপ্রকাশ করে তিনি তা পুরোপরি ধরে রাখতে পারেননি৷ এক তীব্র উচ্চবর্ণ বিরোধিতা গড়ে তুলে সামাজিক বিভাজন ঘটিয়ে গেছেন ক্রমাগত৷ দ্বিতীয়ত, দুর্নীতিতে জেরবার মায়াবতী সরকারের প্রশাসনিক দুর্বলতাও প্রকট৷

পাশাপাশি মুলায়েম সিং চিরদিনই মুসলিম জনমানসের আস্থাভাজন৷ যেটা মায়াবতী পারেননি৷ এবার যাদব-মুসলিম ভোট ব্যাঙ্ককে মূলধন কোরে মুলায়েম সিং উঠে আসতে পারেন এমনটাই বলছেন ভোট বিশ্লেষকরা৷

উত্তরপ্রদেশের ভোটে কংগ্রেসের মুখ এবার রাহুল গান্ধী৷ দলিত বস্তিতে রাত কাটিয়ে দলের এক নতুন ছবি তুলে ধরতে চাইছেন তিনি৷ বলছেন, আমি তোমাদেরই লোক৷ আলিগড়ে কৃষক মহাপঞ্চায়েত সম্মেলনে চাষিদের অধিকারের ইস্যু তুলে মায়াবতীর ঘুম কেড়ে নিয়েছেন৷ এই সঙ্গে উচ্চবর্ণের একাংশের ভোটও ধরে রাখতে পেরেছেন বলে মনে করা হচ্ছে৷

অন্যদিকে রাজ্যে প্রচার অভিযানে মনমোহন সিং সরকারের আইনমন্ত্রী সালমন খুরশিদ সংখ্যালঘু সংরক্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলকে ফেলেছেন বিপাকে৷ নির্বাচন কমিশন সেটাকে নির্বাচন বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে তাঁকে৷ কিন্তু খুরশিদ তাঁর মন্তব্য থেকে সরতে নারাজ৷ বলেন, এটা দলের নির্বাচনী ইস্তেহারে আছে৷ সেটাই তিনি বলেছিলেন৷ কী বলেছিলেন তিনি ? বলেছিলেন, ভোটে জিতলে অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের ২৭% সংরক্ষণের মধ্যে ৯% সংরক্ষণ সংখ্যালঘুদের জন্য দেবে কেন্দ্র৷ খুরশিদের বিরুদ্ধে নির্বাচন কমিশন নালিশ করে রাষ্ট্রপতির কাছে৷সম্ভবত, খুরশিদকে নির্বাচন কমিশনের কাছে ক্ষমা চাইতে বলবে কংগ্রেস অহেতুক ঝামেলা এড়াতে৷

এটাকে সাংবিধানিক সঙ্কট বলে বিজেপি খুরশিদের অপসারণের দাবি জানায়৷ তাদের অভিযোগ, কংগ্রেস ধর্মের নামে ভোট চাইছে৷ আগামী বুধবার ভোট হবে উত্তর প্রদেশের ১০টি জেলার ৫৬টি আসনে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য