1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি

৩০ আগস্ট ২০১১

ঈদ উল ফিতর উদযাপনের জন্য প্রস্তুত বাংলাদেশ৷ ইতিমধ্যেই ঢাকায় জাতীয় ঈদগা ঈদের প্রধান জামাতের জন্য সাজান হয়েছে৷ আর ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

https://p.dw.com/p/12Pqe
ঈদ উল ফিতর উদযাপনের জন্য প্রস্তুত গোটা দেশছবি: AP

বরাবরের মত এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় ঈদগা মাঠে৷ এই মাঠে দেড়লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারেন৷ এখানেই ঈদের নমাজ আদায় করেন রাষ্ট্রপতি ও মন্ত্রীপরিষদের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা৷ আজ ঈদগায়ের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন শেষে সিটি মেয়র সাদেক হোসেন খোকা জানান, সড়ক-মহাসড়কের দুরবস্থার কারণে এবার আগেরমত ঢাকা ফাঁকা হয়নি৷ তাই ঈদগায়ে আগের চেয়ে ভীড় বেশি হবে বলে মনে করেন তিনি৷

Bangladesch Eid al-Fitr Ramadan Ende Flash-Galerie
ঈদের সময় বাড়ি যাবার তাড়াছবি: dapd

ঈদগাসহ ঈদের জামাতের নিরাপত্তার জন্য রাজধানীতে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷ ঈদের জামাত ছাড়াও রাধানী জুড়ে থাকছে ব়্যাব-পুলিশের বাড়তি টহল৷ পুলিশ কমিশনার বেনজীর আহমেদ জানান, কেউ যাতে কোন নাশকতামূলক কাজ করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক বস্থায় আছে৷

এদিকে শেষ মূহুর্তে হলেও রাজধানীবাসীরা গ্রামে ছুটছেন প্রিয়জেনদের সঙ্গে ঈদ করতে৷ তাই বাস ষ্টেশন একদিন আগে ফাঁকা থাকলেও আজ আবার বেজায় ভীড় লক্ষ্য করা গেছে৷ ট্রেন আর লঞ্চ ষ্টেশনেও একই অবস্থা৷ তবুও প্রিয়জনের সঙ্গে ঈদ করবেন এই আনন্দে সবাই ভুলে যাচ্ছেন হয়রানি আর পথের কষ্ট৷ অন্যদিকে ঈদকে সামনে রেখে বেড়ে গেছে গরু, খাসি আর মুরগির মাংসের দাম৷

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশের চাঁদপুরের ৪০টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য