1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়েশিলি কোম্পানির পণ্যে মেলামিন

হাফসা হোসাইন৩০ সেপ্টেম্বর ২০০৮

দুধ ও দুগ্ধজাত পণ্যে বিষাক্ত উপাদান মেশানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো ২৭ জনকে গ্রেফতার করেছে চীনা পুলিশ৷

https://p.dw.com/p/FRug
চীনের বিষাক্ত দুধ আতংক ছড়িয়ে পড়েছে সর্বত্রছবি: AP

চীনের তৈরি ডেইরি পণ্য কেনা নিষিদ্ধ কিংবা কম ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা৷ এদিকে চীনের ইয়েশিলি কোম্পানির পণ্যে মেলামিন পেয়েছে বাংলাদেশ৷

চীনা সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের বিভিন্ন ডেইরি ফার্ম এবং দুধ কেনার স্টেশনে অভিযান চালিয়ে ২৭ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃতরা আন্ডারগ্রাউন্ডে মেলামিন উত্‌পাদন এবং বিক্রি করতো৷ এ নিয়ে হেবেই প্রদেশ থেকে ৩৬ জনকে আটক করা হলো৷ এছাড়া অভিযানে উদ্ধার করা হয়েছে ২২০ কেজি মেলামিন৷ গুঁড়োদুধ কেলেংকারির সঙ্গে জড়িত সান লু গ্রুপের প্রধান কার্যালয় এই প্রদেশেই অবস্থিত৷ এ বিষয়ে কড়া নজরদারির জন্য চীনের ৩১টি প্রদেশে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ এই কেলেংকারির সঙ্গে জড়িতদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট হু জিনতাও৷

এদিকে, লিপটন মিল্ক টি পাউডারেও মেলামিন পাওয়া যাওয়ার পর হংকং এবং ম্যাকাউ থেকে তাদের পণ্য ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে অ্যাংলো-ডাচ কোম্পানি ইউনিলিভার৷ হংকং জানিয়েছে, কফি ক্রিম, ওয়ালনাট কেক এবং কোকোনাট কেকেও বিষাক্ত মেলামিন পাওয়া গেছে৷ ব্রিটিশ কোম্পানি ক্যাডবেরিও জানিয়েছে, তাদের বেইজিং-এর কারখানায় তৈরি করা চকলেটেও পাওয়া গেছে মেলামিনের অস্তিত্ব৷ তাই হংকং, তাইওয়ান ও অস্ট্রেলিয়া থেকে পণ্য ফিরিয়ে আনছে তারা৷ দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরেও চীন থেকে আমদানি করা কিছু পণ্যে পাওয়া গেছে বিষাক্ত ওই উপাদান৷

দুধে প্রোটিনের মাত্রা বেশি দেখানোর জন্য মেলামিন মেশানো দুধ খেয়ে চীনে এ পর্যন্ত ৪ শিশুর মৃত্যু হয়েছে৷ কিডনিতে পাথরসহ নানা জটিলতায় ভুগছে ৫৩ হাজারেরও বেশি শিশু৷

খাদ্য নিরাপত্তা নিয়ে কেলেংকারির কারণে হুমকির মুখে পড়েছে চীন-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি৷ ১ অক্টোবর থেকে চুক্তিটি কার্যকর হওয়ার কথা৷

এদিকে বাংলাদেশে চীন থেকে আমদানি করা ইয়েশিলি কোম্পানির পণ্যে মেলামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিএসটিআই৷ বিএসটিআই-এর প্রধান আজমল হোসেন জানিয়েছেন, প্রতি কেজি পণ্যে ৭.২২ মিলিগ্রাম মেলামিন পাওয়া গেছে, যা শিশুদের কিডনি ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট৷ এরইমধ্যে চীন থেকে সব ধরনের ডেইরি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে বাংলাদেশ৷ স্বাস্থ্য উপদেষ্টা ডা. এএমএম শওকত আলী জানিয়েছেন, এ ব্যাপারে দেশের সব হাসপাতালেও সতর্কতা জারি করা হয়েছে৷ তবে এ পর্যন্ত মেলামিনের কারণে কিডনির জটিলতা নিয়ে কোন রোগী হাসপাতালগুলোতে যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশের চিকিত্‌সকরা৷