1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারনেট ছাড়া ‘জীবনযাপন অসম্ভব’

২০ অক্টোবর ২০০৯

এই প্রজন্মের যুবগোষ্ঠী নাকি ইন্টারনেট ছাড়া চলতে পারবে না৷ শুধু তাই নয় সামাজিক যোগাযোগ, এমনকি জীবনধারণের নানা তথ্য পেতেও ইন্টারনেটই নাকি ভরসা তাদের৷ সাম্প্রতিক এক জরিপে জানা গেছে এসব তথ্য৷

https://p.dw.com/p/KAqD
আর কিছু থাক না থাক, ইন্টারনেট চাই (ফাইল ফটো)ছবি: PA/dpa

ইয়ুথনেট নামক অনলাইন নির্ভর এক সংস্থার জরিপে দেখা গেছে, ১৬ থেকে ২৪ বছর বয়সি ৭৫ শতাংশ যুবক-যুবতীই মনে করে ইন্টারনেট ছাড়া জীবনযাপন অসম্ভব৷ শুধু তাই নয়, জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বুদ্ধি পরামর্শের জন্যও প্রতি পাঁচজনে চারজন ইন্টারনেটের উপর নির্ভরশীল৷

এমনকি ইন্টারনেটে নানা প্রকার জালিয়াতির প্রমাণ থাকা সত্ত্বেও ৭৬ শতাংশ যুবা মনে করছে, ইন্টারনেট এক নিরাপদ জায়গা৷ এবং বুঝেশুনে ব্যবহার করলে ইন্টারনেটের মাধ্যমে ক্ষতির আশঙ্কা নেই বলেও মত তাদের৷

তরুণ তরুণীদের এতো ইন্টারনেট প্রেম কেন? এমন প্রশ্নের জবাবে মনোবিজ্ঞানী গ্রাহাম জোনস জানালেন, আমি মনে করি শিশু, তরুণ আর মধ্য ২৫-এ পা দেয়া মানুষেরা প্রযুক্তিকে সাথে নিয়ে বড় হচ্ছে এবং তারা বিষয়টিকে ভালো বোঝে৷

কিন্তু যুবারা কি খোঁজে ইন্টারনেটে? ইউটিউবের জনপ্রিয় ভিডিও ব্লগার ১৯ বছর বয়সি চার্লি ম্যাকডোনেল জানালেন, ঠিক সংবাদ নয়, বরং ব্লগের মাঝ থেকে নিজেদের আগ্রহের বিষয়গুলো খুঁজে নেই আমি৷

অবশ্য, ইন্টারনেটে অপব্যবহার রোধে অভিভাবকদের এগিয়ে আসা উচিত বলেও মত অনেকের৷ জোনস এর মত, অভিভাবকদের জানা উচিত তাদের সন্তান ইন্টারনেটে কি করছে৷

তাঁর এই মতকে সমর্থন করছে ম্যাকডোনেলও৷ তাঁর মতে, অভিভাবকদের ইন্টারনেটের ভালমন্দ দিকগুলো জানা উচিত৷ তবেই তারা শিশু এবং তরুণদের ইন্টারনেট বিষয়ক পরামর্শদাতা হতে পারবে৷

ইয়ুথনেট এর এই সমীক্ষার সঙ্গে যুক্ত প্রফেসর মাইকেল হাল্ম ১৬ থেকে ২৪ বছর বয়সিদের অবিহিত করেছেন ‘ডিজিটাল প্রজন্ম' হিসেবে৷ কারণ তারা নাকি বেড়ে উঠেছে কম্পিউটার এবং মোবাইল নির্ভর এক সমৃদ্ধ সমাজে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক