1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিকম্প ইটালিতে

২০ মে ২০১২

ইটালির উত্তরাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত চারজন প্রাণ হারিয়েছে৷ এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘর বাড়ি ও ঐতিহ্যবাহী স্থাপনা৷

https://p.dw.com/p/14z0Z
ছবি: Reuters

বার্তা সংস্থাগুলোর খবরমতে, স্থানীয় সময় ভোর চারটার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়৷ যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ছয় মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ফিনালে এমিলিয়া নামে একটি জায়গা৷ এটি ইটালির উত্তরাঞ্চলের বোলোগ্না শহর থেকে ৩৬ কিলোমিটার উত্তরে অবস্থিত৷ ভূমিকম্পের এপিসেন্টার ভূমির পাঁচ কিলোমিটার গভীরে ছিলো বলে জানিয়েছে মার্কিন ভূতত্ব বিভাগ৷ ভূমিকম্পের পর যে আফটার শক অনুভূত হয় তারও শক্তির মাত্রা ছিল পাঁচের ওপর৷

এদিকে ভূমিকম্পে অন্তত চার জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷ ইটালির সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এপি জানায়, সান্টআগোস্টিনো দি ফেরারা এলাকাতে তিনজন নিহত হয়েছে৷ সেখানকার একজটি সিরামিক কারখানা ধসে পড়লে সেখানকার নির্মাণ শ্রমিকরা প্রাণ হারায়৷ রাতের বেলায় কাজ করার জন্য তারা ওই কারখানাটিতে অবস্থান করছিলো৷ এছাড়া পোন্তে রোদোনি দো বোন্দেনো এলাকাতে আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এদিকে আরেক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের সময় আতঙ্কে ৩৭ বছর বয়সী এক জার্মান নারী এবং এক বৃদ্ধা মারা গেছেন৷

Italien Erdbeben Sant' Agostin
ছবি: Reuters

এদিকে ভূমিকম্পের পরপর সেখানকার মানুষ ঘরবাড়ি ছেড়ে বের হয়ে আসে৷ অনেকে ধসে পড়া বাড়িঘর থেকে চাপা পড়াদের উদ্ধারের জন্য নিজেরাই হাত লাগায়৷ বোলোগ্না শহরের আশেপাশে এখনও উদ্ধার তৎপরতা চলছে৷ ফিনালে এমিলিয়া এলাকাতে দমকল বাহিনীর কর্মিরা ধ্বংসস্তুপ থেকে এক পাঁচ বছর বয়সী মেয়েকে উদ্ধার করেছে বলে জানিয়েছে এএফপি৷ এখন পর্যন্ত অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে৷

এদিকে ভূমিকম্পের এলাকা ইটালির উত্তরাঞ্চলের শিল্পাঞ্চল বলে পরিচিত৷ তাই এই দুর্যোগে বেশ বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ইটালির কর্তৃপক্ষ৷ ভোরের আলো ফোটার পর দেখা যায় সেখানকার অনেক বাড়ি ঘরের দেয়াল ধ্বসে পড়েছে, গির্জার চুড়া ভেঙ্গে পড়েছে৷ এছাড়া এলাকাটিতে অনেক প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থাপনাও রয়েছে৷ সেগুলোএ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ৷ উল্লেখ্য, ফেরেরা শহরের কেন্দ্রস্থলটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে সংরক্ষিত৷ গত জানুয়ারি মাসেও ইটালির উত্তরাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছিলো৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এপি, এএফপি)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য