1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইটালিতে পাতানো খেলার অভিযোগে ১৭ জন আটক

২০ ডিসেম্বর ২০১১

পাতানো খেলা ও বাজি ধরার সাথে জড়িত থাকার সন্দেহে ইটালির মিডফিল্ডার ক্রিস্টিয়ানো ডোনিসহ ১৭ জনকে আটক করেছে ইটালির পুলিশ৷ উত্তরাঞ্চলের শহর ক্রেমোনার আদালতের নির্দেশে তদন্তের পর বিভিন্ন শহর থেকে তাদের আটক করা হয়েছে৷

https://p.dw.com/p/13Vx6
ইটালিতে পাতানো খেলার অভিযোগছবি: dapd

ইটালির পুলিশ বলছে, আটক হয়েছে যারা তাদের সাথে সিঙ্গাপুর এবং ইউরোপের পূর্বাঞ্চলের অপরাধী চক্রের যোগাযোগ ছিল বলে জানা গেছে৷ ক্রেমোনা নগরীর কৌঁসুলি রবার্টো ডি মার্টিনো জানিয়েছেন, ‘‘এটি শেষ নয়, বরং কেবল শুরু৷ আমরা আশা করছি যে, সুন্দর খেলা ফুটবলকে পরিচ্ছন্ন করতে এটি একটি সূচনা পদক্ষেপ৷'' তিনি আরো জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজন স্বীকার করেছে যে, প্রায় দশ বছর ধরে পাতানো খেলার ঘটনা চলে আসছে৷ এছাড়া তাদের তদন্তের মাধ্যমে বিশ্বজুড়ে চলমান পাতানো খেলার ঘটনা জানা গেছে বলেও দাবি করেছেন মার্টিনো৷

সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘এটার সাথে জড়িত ব্যক্তিরা পশ্চিম থেকে প্রাচ্য এবং এমনকি দক্ষিণ অ্যামেরিকা পর্যন্তও ছড়িয়ে রয়েছে৷ তাদের চক্রের সদস্যদের দিয়ে তারা ফুটবল খেলাগুলোর ফলাফল পাল্টিয়ে দেওয়ার কাজ করে থাকে৷'' ইটালির এই তদন্ত প্রক্রিয়া চলতি বছরের শুরুতে ইটালির ফুটবল কর্তৃপক্ষের তদন্ত কাজেরই ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেন তিনি৷ প্রথম তদন্তের পরই আটালান্টার সাবেক তারকা ক্রিস্টিয়ানো ডোনিকে সাড়ে তিন বছরের জন্য ফুটবল থেকে বহিষ্কার করা হয়েছিল৷ এছাড়া গত মৌসুমের শেষ দিকে ‘এ' পর্যায়ে উন্নীত আটালান্টাকেও ছয় পয়েন্ট শাস্তি দেওয়া হয়েছিল৷ তবে ডোনি বরাবরই দাবি করে আসছেন যে, তিনি নির্দোষ৷

পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে আরো কিছু খেলোয়াড়, সেরি বি দলগুলোর কিছু সাবেক তারকা এবং ফোর্থ ডিভিশন ক্লাব রাভেনার সাবেক কোচও রয়েছেন৷ প্রসঙ্গত, পুলিশের হাতে আটক ক্রিস্টিয়ানো ডোনি আটালান্টার হয়ে প্রায় ৩০০ খেলায় অংশ নিয়েছেন এবং শতাধিক গোল করেছেন৷ এছাড়া ২০০১ থেকে ২০০২ সাল সময়ে ইটালির ফুটবল দলের হয়ে সাতটি খেলায় মাঠে নেমেছেন ডোনি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক