1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো সাফল্যে বুন্ডেসলিগার জয়পতাকা উড়ল

২৭ এপ্রিল ২০১৩

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দু’টি খেলায় জার্মানি স্পেনকে হারিয়েছে ৮-১ গোলে, বলেছে জার্মানির সর্বাধিক প্রচারিত দৈনিক ‘বিল্ড’৷ আর সেই সাফল্যের পিছনে রয়েছে বুন্ডেসলিগার উত্থান, বলছেন জার্মান ফুটবলের হর্তাকর্তারা৷

https://p.dw.com/p/18O0I
ছবি: PIERRE-PHILIPPE MARCOU/AFP/Getty Images

বায়ার্ন শেষবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ২০০১ সালে৷ ডর্টমুন্ড শেষবার চ্যাম্পিয়নস লিগ জেতে ১৯৯৭ সালে৷ আগামী ২৫শে মে ওয়েম্বলের ফাইনালে দুই জার্মান জায়ান্টের মোলাকাত হবার সমূহ সম্ভাবনা, এ টুকু অন্তত বলা চলে – তা-তে স্প্যানিশ আর ইংলিশ ফ্যানরা যতই বিষাদমগ্ন হোক না কেন৷

জার্মানির জনপ্রিয় বিল্ড পত্রিকা এবারের চ্যাম্পিয়নস লিগে চারটি ইংলিশ দলের ব্যর্থতার কথাও উল্লেখ করতে ছাড়েনি: ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল অথবা ম্যানচেস্টার সিটি, কেউই কোয়ার্টার-ফাইনাল অবধি পৌঁছতে পারেনি৷

ওয়েম্বলের ‘‘ডের ক্ল্যাসিকার'' বা ঐতিহাসিক খেলার প্রত্যাশায় জার্মানিতে ইতিমধ্যেই উত্তেজনা বাড়ছে, ওদিকে স্পেনে চলেছে মিউনিখ আর ডর্টমুন্ডে কি হলো, তার ময়না তদন্ত৷ ইতিমধ্যে জার্মান ফুটবল সমিতি ডিএফবির প্রেসিডেন্ট ভোল্ফগাং নিয়ের্সবাখ বলেছেন, বায়ার্ন আর ডর্টমুন্ড জার্মান ফুটবলের জন্য একটি চমৎকার বিজনেস কার্ড দিয়েছে৷

Champions League 2012/13 Halbfinale BV Borussia Dortmund Real Madrid
জার্মানি স্পেনকে হারিয়েছে ৮-১ গোলে, বলছে জার্মানির সর্বাধিক প্রচারিত দৈনিক ‘বিল্ড’ছবি: Reuters

নিয়ের্সবাখ বলেন, ‘‘সকলেই দেখেছে যে, জার্মানি ইউরোপে ফুটবলের একটি ভালো ঠিকানা৷'' জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ খুশি, কেননা তাঁর জাতীয় দলের মোট ১৪ জন প্লেয়ার মঙ্গলবার আর বুধবারের ম্যাচগুলিতে সংশ্লিষ্ট ছিল, যাদের মধ্যে রেয়ালের মেসুত ওয়েজিল ও সামি খেদিরারও নাম করতে হয়৷

কেন জিতল জার্মানরা, তা নিয়ে জল্পনা-কল্পনা এবং তাত্ত্বিক আলোচনার সঙ্গে সঙ্গে পরিসংখ্যান নিয়ে ঘাঁটাঘাঁটিও চলেছে৷ সেমিফাইনালে বায়ার্নের প্লেয়াররা সর্বসাকুল্যে দৌড়েছে ১১২ কিলোমিটার৷ সে তুলনায় বার্সেলোনার প্লেয়াররা দৌড়েছে ১০৬ কিলোমিটার৷ রেয়ালের বিরুদ্ধে ডর্টমুন্ডের প্লেয়াররা দৌড়য় ১১৯ কিলোমিটার৷ সে তুলনায় রেয়ালের প্লেয়াররা দৌড়েছে ১১৩ কিলোমিটার৷

দৌড়টাই যে সব নয়, সেটা ফুটবলের সঙ্গে পরিচিত কাউকে বলে দিতে হবে না৷ কিন্তু কোন দলের প্লেয়াররা কতটা দৌড়ল, সেটা এক ধরনের মানসিক প্রস্তুতি ও উদ্যমের পরিচায়ক৷ বায়ার্নের টোমাস ম্যুলার, যিনি রেয়ালের বিরুদ্ধে দু'টি গোল করেছেন, নিজেই ঠাট্টা করে বলেছেন: ‘‘আমি হয়ত বিপক্ষের চারজন প্লেয়ারের পাশ কাটিয়ে দৌড় দিতে পারি না, কিন্তু ১৪ কিলোমিটার দৌড়ে আমি খুব খারাপ নই৷'' রেয়ালের বিরুদ্ধে খেলায় ম্যুলার ১৪ কিলোমিটার দৌড়ন৷

খেলার খুঁটিনাটি থেকে ফুটবলের ঊর্ধলোকে উঠে গিয়ে বুন্ডেসলিগার প্রধান ক্রিস্টিয়ান জাইফার্ট বলেছেন, ‘‘সারা বিশ্ব এখন বুন্ডেসলিগার দিকে তাকিয়ে৷ বুন্ডেসলিগা বিশ্বের সেরা লিগ কিনা, তা অবশ্য এক সিজনে বলা যাবে না – জাইফার্ট সেটা স্বীকার করেছেন৷ বুন্ডেসলিগার এসভি হামবুর্গ দলের ওলন্দাজ ক্যাপ্টেন রাফায়েল ফ্যান ডের ফার্ট কোনোরকম লুকোছাপা না করে ঘোষণা করেছেন, বুন্ডেসলিগা হল বিশ্বের সেরা লিগ৷

Wolfgang Niersbach
জার্মান ফুটবল সমিতি ডিএফবির প্রেসিডেন্ট ভোল্ফগাং নিয়ের্সবাখছবি: picture-alliance/dpa

বুন্ডেসলিগার শক্তিটা কোথায়, সেটা অবিদিত নয়৷ আর্থিক বিচারে বুন্ডেসলিগার ‘স্বাস্থ্য' ভালো: বিদেশি বিনিয়োগকারীরা ইচ্ছে করলেই বুন্ডেসলিগার যে কোনো ক্লাব কিনতে পারে না৷ বুন্ডেসলিগার ম্যাচগুলোর টিকিটের দামও আকাশ ছোঁয়নি৷ অপরদিকে বুন্ডেসলিগায় ২০টির পরিবর্তে ১৮টি ক্লাব খেলে; বড়দিনের সময় একটি বড়সড় শীতের বিরতি দেওয়া হয়, যার ফলে প্লেয়াররা তাদের ব্যাটারি রিচার্জ করার সময় পায়৷

২০০০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার পরেই বুন্ডেসলিগায় যুব পর্যায়ে একটি প্রশিক্ষণ এবং প্রতিভা অনুসন্ধান প্রণালী চালু করা হয়৷ স্পেনের প্রতি জার্মান ফুটবলের কর্মকর্তাদের মনোভাব কোনোকালেই ঈর্ষার ছিল না৷ জাতীয় কোচ ইয়োগি ল্যোভের কাছে ফুটবলে স্পেন হলো – কিংবা ছিল – সব কিছুর মাপকাঠি৷ বায়ার্ন আনছে বার্সেলোনার প্রাক্তন কোচ পেপ গুয়ার্দিওলাকে তাদের নতুন কোচ হিসেবে৷ এমনকি ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ যে গেম প্ল্যান অনুযায়ী খেলান, সেটাকেও মেসি বাদ দিয়ে বার্সার প্ল্যান বলা চলতে পারে৷

এসি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য