1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেলার সাথে রাজনীতি

৩০ এপ্রিল ২০১২

চাপে পড়েছে ইউরো-২০১২ চ্যাম্পিয়নশিপ ফুটবল এর যৌথ আয়োজক দেশ ইউক্রেন৷ রাজনৈতিক ইস্যুতে দেশটির সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর লক্ষ্যেই ইউক্রেনে আয়োজিত খেলাগুলো বয়কট করার কথা শোনা যাচ্ছে৷

https://p.dw.com/p/14n48
ছবি: Reuters

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী, কারাদণ্ড প্রাপ্ত ইউলিয়া টিমোশেঙ্কোকে জেলে নির্যাতন করা হয়েছে এবং তাঁর যথার্থ চিকিৎসা হচ্ছে না৷ এই অভিযোগ এনে ইউক্রেনে আয়োজিত খেলাগুলোকে বয়কট করা জন্য জার্মান মন্ত্রীদেরকে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আহ্বান জানিয়েছেন৷

তবে, খেলা বয়কটের এ খবরকে অসত্য হিসেবে উড়িয়ে দিতে চাইছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ওলেহ ভলোশিন৷

খেলা বয়কট করা প্রসঙ্গে যে খবর বেরিয়েছে, সেটিকে ‘‘আশা করি, মিথ্যে খবর'' বলে উল্লেখ করেছেন তিনি৷

Timoschenko Ukraine
ইউলিয়া টিমোশেঙ্কোছবি: Reuters

সোমবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি আরো বলেন, ‘‘আমি বিশ্বাস করি না যে, শীতল যুদ্ধের প্রচলিত ধারাকে জার্মান কর্তাব্যক্তিরা আবার ফিরিয়ে আনবেন এবং খেলাকে রাজনৈতিক দাবি মেটানোর ক্ষেত্র হিসেবে দেখবেন৷''

ওলেহ ভলোশিন যাই বলুক না কেন, বাস্তবে কিন্তু দেশটির উপরে চাপ বাড়ছে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট এর নেতৃত্বে আগামী মাসেই ইউরোপীয় প্রেসিডেন্টদের একটি সম্মেলন হবার কথা রয়েছে সেদেশে৷ কিন্তু জার্মান প্রেসিডেন্ট ইউয়াখিম গাউক ও চেক প্রেসিডেন্ট ভাৎস্লাভ ক্লাউস সে সম্মেলনে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন৷

রাজনৈতিক চাপের এই ধারাবাহিকতাই দেখা যাচ্ছে ফুটবলেও৷ ইউক্রেনের উপর আন্তর্জাতিক সমাজ কতটা রুষ্ট, সে বিষয়টিই তারা বোঝাতে চাইছে খেলা বয়কট করার মধ্য দিয়ে৷

প্রতিবেদন: আফরোজা সোমা (ডিপিএ, এএফপি)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য