1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো আসরে বড় সাফল্যের আশায় জার্মানি

৩০ নভেম্বর ২০১১

ইউরো ২০১২’র সম্ভাব্য জয়ী দল হিসেবে ধরা হচ্ছে স্পেনকে৷ ইউরো ২০০৮ এবং ২০১০ বিশ্বকাপ জয়ী সেদলের আসছে ইউরো কাপ জয়ের সম্ভাবনা থাকতেই পারে৷ তবে স্পেনের জয়যাত্রা এবার থামিয়ে দিতে পারে জার্মানি৷

https://p.dw.com/p/13Jdt
Spain's David Villa reacts after scoring against Czech Republic during their Euro 2012 Group I qualifying soccer match at the Los Carmenes stadium in Granada, on Friday March 25, 2011. (Foto:Angel Fernand
চেক রিপাবলিকের বিপক্ষে গোলের পর স্পেনের তারকা ফুটবলার ডেভিড ভিয়ারছবি: AP/dapd

এটা ঠিক, জার্মান ফুটবল দলের সর্বশেষ বড় অর্জনটা অনেক পুরনো হয়ে গেছে৷ ইংল্যান্ডে ইউরো ১৯৯৬ জয় করেছিল জার্মানরা৷ তারপর ফুটবলে বড় কোন শিরোপা তাদের হাতে ওঠেনি৷ জার্মান ফুটবল ভক্তরা কিন্তু এবার আবার আশায় বুক বাঁধছে৷ বর্তমান তরুণ দলকে তারা তুলনা করছে সেসব অতীত দলের সঙ্গে যারা জার্মানিকে বিশ্বকাপ এনে দিয়েছিল৷

ইউরো বাছাই পর্বের দশটি ম্যাচের দশটিতেই জয় ছিনিয়ে নিয়েছে বর্তমান জার্মান দল৷ কোচ ইওয়াখিম ল্যোভ'এর সাজানো এই দল চলতি বছর ব্রাজিলকে হারিয়েছে, হারিয়েছে নেদারল্যান্ডসকেও৷ এমন সাফল্যে ভক্তরা সন্তুষ্ট হবে না কেন?

ডাচ কোচ ব্যার্ট ফন মারভাইকও জার্মান দলের সাফল্যে রীতিমত মুগ্ধ৷ ইউরোপীয় চ্যাম্পিয়ান হওয়ার সব সম্ভাবনাই জার্মান দলের রয়েছে, মানছেন মারভাইক৷ বিশেষ করে দলের ওপর ল্যোভ'এর নিয়ন্ত্রণ এবং প্রভাব মারভাইক এর নিজের চেয়েও অনেক বেশি বলে মনে করেন তিনি৷

Teamfoto,Mannschaftsfoto,Mannschaft,Team:hi.v.li:Manuel NEUER (Torwart GER),Holger BADSTUBER (GER),Per MERTESACKER (GER),Sami KHEDIRA (GER),Mario GOMEZ (GER),Jerome BOATENG (GER)-vorne v.li:Philipp LAHM (GER),Lukas PODOLSKI (GER),Mario GOETZE,GÖTZE (GER),Thomas MUELLER,MÜLLER (GER),Bastian SCHWEINSTEIGER (GER). Fussball Laenderspiel EM Qualifikationspiel zur UEFA Euro 2012 in Polen/Ukraine, Tuerkei - Deutschland am 07.10.2011.
শিরোপা প্রত্যাশী জার্মান দলছবি: picture alliance / Sven Simon

জার্মান কোচ ল্যোভ অবশ্য ২০১১ সালের সাফল্যে আত্মতুষ্টি খুঁজতে রাজি নন৷ বরং তিনি মনে করেন, সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে৷ ইউরো ২০১২ শুরু হতে এখনো ছয় মাস বাকি৷ ল্যোভ এই সময়কে দীর্ঘ আখ্যা দিয়ে জানিয়েছেন, এই মধ্যে অনেক কিছুই বদলে যেতে পারে৷ তবে আগামীকাল এই আসর শুরু হলে খুব খুশি হতেন জার্মান কোচ৷ কেননা, বর্তমানে তাঁর দল খুবই সুগঠিত অবস্থায় রয়েছে৷

ল্যোভ'এর এই সুগঠিত দল কিন্তু একদিনে তৈরি হয়নি৷ গত বিশ্বকাপ থেকেই দল নিয়ে নানা রকম পরীক্ষানিরীক্ষা করেছেন তিনি৷ দলে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে৷ বর্তমানে ভালো খেলোয়াড়দের লম্বা তালিকা তাঁর সামনে৷ খেলার কৌশল নিয়েও অনেক বাছবিচার করেছেন ল্যোভ৷

উল্লেখ্য, ইউরো ২০১২'র যৌথ আয়োজক ইউক্রেন এবং পোল্যান্ড৷ ৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চলবে এই আসর৷ জার্মানি যে স্পেন কিংবা ডাচদের শক্ত প্রতিপক্ষ এবার, তাতে সন্দেহের কোন অবকাশ নেই৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য