1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলা শেখা

২৫ এপ্রিল ২০১২

ইন্টারনেটে রয়েছে বিভিন্ন ভাষা শেখার নানারকম আয়োজন৷ বিশেষ করে ইংরেজি, জার্মান কিংবা চীনা ভাষা শেখানোর ওয়েবসাইটের শেষ নেই৷ কিন্তু বাংলা? ত্রিশ কোটি মানুষের এই ভাষা শেখার এক ভিন্ন ব্যবস্থাও রয়েছে ইউটিউবে৷

https://p.dw.com/p/14kTo

বাংলাদেশের নোয়াখালির মেয়ে, নাম সাওসান৷ উচ্চ শিক্ষার জন্য দেশ ছাড়েন তিনি৷ একসময় আরবি শেখার ইচ্ছা হল৷ সেই ভাষা শিখ'তে গিয়েই কি খেয়ালে যেন ইন্টারনেটে খুঁজতে শুরু করলেন নিজের মায়ের ভাষা৷ ইন্টারনেটে বাংলা শিক্ষার তেমন কোন ব্যবস্থা চোখে পড়লো না সাওসান'এর৷ শেষমেষ নিজেই নিলেন উদ্যোগ৷ ইউটিউবে চালু করলেন একটি ভিডিও চ্যানেল৷ যেখানে শিক্ষক সাওসান নিজেই৷

সাওসান এই ইউটিউব চ্যানেলে বাংলা শেখানোর চেষ্টা করছেন৷ বিশেষ করে ভিন্নভাষী যারা বাংলা শিখতে আগ্রহী কিংবা বিভিন্ন দেশে বেড়ে ওঠা বাঙালি প্রজন্ম, যাদের কাছ থেকে বাংলা ভাষা ক্রমশ হারিয়ে যাচ্ছে, তাদের জন্য এই ভিডিও চ্যানেল৷ সাওসান'এর প্রশিক্ষণের ধরণও খানিকটা ভিন্ন৷ ইউটিউবে প্রকাশিত তাঁর ভিডিও'র অংশবিশেষ শুনলেই খানিকটা আন্দাজ করা যেতে পারে তা৷

সাওসান'এর এই ইউটিউব চ্যানেল বেশ সাড়া ফেলেছে৷ গত এক বছর ধরে তিনি নিয়মিত বাংলা শিক্ষার বিভিন্ন পর্ব চ্যানেলে প্রকাশ করছেন তিনি৷ এখন পর্যন্ত প্রকাশিত পর্বের সংখ্যা ৩৪৷ এসব ভিডিও প্রদর্শিত হয়েছে প্রায় দেড়লাখ বার৷ এছাড়া এই চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবারের সংখ্যা ৩২০৷

সহজে বাংলা শেখাতে সাওসান নিত্যদিনের বিভিন্ন বিষয়াদি বেছে নিচ্ছেন৷ যেমন কেনাকাটা কিংবা রান্নার সময় কি ধরনের বাংলা ব্যবহার করা হয় কিংবা পরিবারের বিভিন্ন জনের মধ্যকার সম্পর্কের বাংলা উচ্চারণ৷

সাওসান'এর ভিডিও চ্যানেলে মন্তব্য করেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ৷ এই মন্তব্যগুলোতে রয়েছে বিভিন্ন রকমের পরামর্শ, উচ্চারণের কথা৷ তবে সাওসান এর প্রশংসাই থাকে বেশি, সঙ্গে নানারকম জিজ্ঞাসা৷ এই যেমন পুয়ের্তো রিকোর বাসিন্দা আরমান লিখেছেন, ‘কেমন আছো আপু?' এটুকু বাংলা তিনি শিখেছেন সাওসান'এর ভিডিও দেখে এবং ভবিষ্যতে আরো বাংলা শেখার আগ্রহ তাঁর৷ সাওসান আবার ধৈর্য ধরে এসব মন্তব্যের উত্তরও প্রদান করেন৷

বাংলা শেখার প্রতি মানুষের এত আগ্রহ দেখে সাওসান এবার তৈরি করেছেন অ্যাডভান্স কোর্স৷ শুরুর পর্বের বিষয় নববর্ষ৷ এক সপ্তাহ আগে এই ভিডিওটি আপলোড করেছেন তিনি৷ এতে কিছু বাংলা বাক্য ইংরেজিতে ভাষান্তর করেছেন তিনি৷

সাওসান'এর ভিডিও চ্যানেলের ঠিকানা youtube.com/84Enchantress৷ এই চ্যানেলটি ইউটিউবে আরো সহজে পেতে সার্চ বক্সে টাইপ করুন লার্ন বাংলা৷ এরপর একটু ঘাঁটলেই পেয়ে যাবেন সাওসান'এর বাংলা ভুবন৷

সাওসান'এর ভিডিও চ্যানেল এবছর ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ‘বেস্ট ভিডিও চ্যানেল' ক্যাটেগরিতে মনোনীত হয়েছে৷ এই বিভাগে বাংলা ভাষার প্রতিনিধি তিনি৷ তাঁর প্রতিদ্বন্দ্বী আরো দশটি ভাষার বিভিন্ন বিষয়ের ভিডিও চ্যানেল৷ এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে thebobs.com/bengali ঠিকানায়৷

বলাবাহুল্য ডিডাব্লিউ'র সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ভোটাভুটি চলবে আগামী ২ মে পর্যন্ত৷ প্রতিযোগিতার মূল ছ'টি মিশ্র বিভাগে যেসব বাংলা ব্লগ এ বছর মনোনীত হয়েছে সেগুলো হচ্ছে সাবরিনা সুলতানা'র ব্লগ, অজানা ইনফরমেশন, আসিফ মহিউদ্দিন'এর বাংলা ব্লগ, আবু সুফিয়ান'এর ব্লগ, বাংলা শেখা এবং গুণীজন৷ এছাড়া বাংলা ভাষা বিভাগে লড়ছে ১১টি ব্লগ৷

এই প্রতিযোগিতায় অনলাইন ভোটের মাধ্যমে নির্ধারিত পুরস্কারকে বলা হয় ‘ইউজার প্রাইজ'৷ ‘ইউজার প্রাইজ' এবং ‘জুরি অ্যাওয়ার্ড' দুটি আলাদা সম্মাননা এবং দুটোর তাৎপর্যও ভিন্ন৷ শুধুমাত্র জুরি অ্যাওয়ার্ড বিজয়ী ব্লগের প্রতিনিধিরা আগামী জুনে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে অংশগ্রহণের আমন্ত্রণ পাবেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান