1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন কোচ

২ মে ২০১২

ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রয় হজসন৷ মঙ্গলবার তাঁকে এ পদে বহাল করা হয়েছে৷ এই নিয়োগের কিছু সমালোচনা হলেও, তাঁর প্রতি প্রত্যাশা ও সমর্থনই বেশি৷

https://p.dw.com/p/14o3M
ছবি: AP

হজসন'এর হাতে সময় নেই মোটেই৷ কারণ ইউরো-২০১২ চ্যাম্পিয়নশিপ ফুটবলের মাত্র কয়েক সপ্তাহ বাকি৷ ইউরো-২০১২ কাপে লড়ার জন্য আগামী দুই সপ্তাহের মধ্যেই ইংরেজ দলকে গোছাতে হবে হজসন'কে৷

২০১০ সালের ফুটবল বিশ্বকাপ এবং ২০০৮ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়িং পর্বই পার হতে পারে নি ইংল্যান্ড দল৷ এ অবস্থায় দলকে পূর্ণ চাঙ্গা করে ইউরো কাপ জয়ের জন্য প্রস্তুত করাটা এক বিরাট কঠিন কাজ বলেই মনে করছেন ইংলিশ ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর ট্রেভর ব্রুকিং৷

তবে, কঠিন দায়িত্ব ও প্রত্যাশার চাপে ভারাক্রান্ত নন ৬৪ বছর বয়সী এই সাবেক ইংলিশ ফুটবলার৷ ৩৮ বছর ধরে কোচিং পেশায় থাকার অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি আশা প্রকাশ করেছেন, অল্প সময়ের মধ্যেও ভালো কাজ করা সম্ভব৷

হজসন'এর এ আশাবাদের প্রতিধ্বনি শোনা গেছে তাদের জাতীয় দলের ম্যানেজার ও ফুটবলারদের মুখেও৷

রয় হজসন'কে গড়পড়তা মানের একজন ফুটবলার ও কোচ হিসেবে যারা প্রচার করতে চাইছেন, তাদেরকেই উত্তর দিয়েছেন ফুটবল অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান ডেভিড বার্নস্টাইন৷ বলেছেন, অনেকের মাঝে যোগ্যতার বিচারে সবার সেরা হিসেবেই হজসন'কে বেছে নিয়েছে বোর্ড৷

ইন্টার মিলান, লিভারপুল সহ ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হজসন৷ এছাড়া সুইজারল্যান্ড, ফিনল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় ফুটবল দলের প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন তিনি৷

গত ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করেন ইংলিশ জাতীয় দলের সাবেক কোচ ফাবিও কাপেলো৷ সেই ঘটনার কয়েকমাস পর নতুন প্রশিক্ষক হিসেবে যোগ দিলেন রয় হজসন৷

প্রতিবেদন: আফরোজা সোমা, (রয়টার্স, এপি)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য