1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিম্মি ৪১ জন বিদেশি

১৭ জানুয়ারি ২০১৩

মালির প্রতিক্রিয়া আলজেরিয়ায়৷ সেখানে এক গ্যাস ফিল্ডে ৪১ জন বিদেশিকে জিম্মি করে রেখেছে একটি ইসলামি উগ্রবাদী গোষ্ঠী৷ তাদের দাবি, মালিতে আটক জঙ্গিদের ছেড়ে দিতে হবে৷ আলজেরীয় সরকার এখনও আলোচনায় আগ্রহী নয়৷

https://p.dw.com/p/17LYg
An undated general view of the In Amenas gas facility about 100 km (60 miles) from the Algerian and Libyan border, is seen in this picture provided by Norwegian oil company Statoil January 16, 2013. Islamist militants attacked a gas production field in southern Algeria January 16, 2013, kidnapping at least nine foreigners and killing two people including a French national during a dawn raid, local and company officials said. The gas field is operated by a joint venture including BP, Norwegian oil firm Statoil and Algerian state company Sonatrach. REUTERS/Kjetil Alsvik / Statoil/Handout (ALGERIA) ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS PICTURE IS DISTRIBUTED EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS. NO ARCHIVE (CIVIL UNREST BUSINESS COMMODITIES)
ছবি: Reuters

আলজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের এক গ্যাস ফিল্ডে ৪১ জন বিদেশিকে আটকে রেখেছে ইসলামি উগ্রপন্থী এক সংগঠনের সশস্ত্র সদস্যরা৷ আলজেরিয়ার সেনা সদস্যরা ঘটনাস্থল আমেনাস গ্যাস উত্তোলন ক্ষেত্রটি ঘিরে রেখেছে৷ তবে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে সেই এলাকা থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে উগ্রপন্থী সংগঠনটি৷ নিজেকে আবু আল-বারা নামে পরিচয় দিয়ে সংগঠনটির এক কর্মী দুবাইয়ের টেলিভিশন চ্যানেলটিকে বলেন, ‘‘সমঝোতায় আসার জন্য আলোচনা চালানোর স্বার্থে আমরা এ এলাকা থেকে সেনাসদস্যদের সরিয়ে নেয়ার দাবি জানাচ্ছি৷'' এ সময় তিনি মালিতে আটক ইসলামি জঙ্গিদের ছেড়ে দেয়ারও দাবি জানান৷ তবে তাঁদের দাবি মেনে নেয়াকে সংকট নিরসনের সবচেয়ে ভালো উপায় মেনে আলজেরিয়ার সরকার এখনো আলোচনায় আগ্রহ দেখায়নি৷

A road sign indicating In Amenas, about 100 km (60 miles) from the Algerian and Libyan border, is seen in this undated picture provided by Norwegian oil company Statoil January 16, 2013. Islamist militants attacked a gas production field in southern Algeria January 16, 2013, kidnapping at least nine foreigners and killing two people including a French national during a dawn raid, local and company officials said. The In Amenas gas field is operated by a joint venture including BP, Norwegian oil firm Statoil and Algerian state company Sonatrach. REUTERS/Kjetil Alsvik / Statoil/Handout (ALGERIA) ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS PICTURE IS DISTRIBUTED EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS. NO ARCHIVES (CIVIL UNREST BUSINESS COMMODITIES)
আলজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের এক গ্যাস ফিল্ডে ৪১ জন বিদেশিকে আটকে রেখেছে ইসলামি উগ্রপন্থী এক সংগঠনের সশস্ত্র সদস্যরাছবি: Reuters

বার্তা সংস্থা ডিপিএ-র দেয়া খবর অনুযায়ী, সরকার জঙ্গিদের সঙ্গে আলোচনার সম্ভাবনা বাতিল করে দিয়েছে৷ সরকার নিশ্চিত আলজেরিয়ার উগ্রপন্থী গোষ্ঠীটির নেতৃত্বে রয়েছেন মোখতার বেলমোখতার৷ ধারণা করা হয়, সাম্প্রতিককালে পশ্চিমা দেশগুলোর অধিবাসীদের জিম্মি করার অনেক ঘটনার পেছনেই আছেন এই বেলমোখতার৷

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সাড়ে সাতশ' সেনা মোতায়েন করেছে ফ্রান্স৷ ইসলামি জঙ্গিদের ওপর ব্যাপক হামলা চালাচ্ছে ফরাসি সেনারা৷ মালির জঙ্গি নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ফরাসি যুদ্ধ বিমানগুলো৷ তারপরও সে অঞ্চলের দখল ধরে রেখেছে জঙ্গিরা৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য