1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্থিক ক্ষতি

১০ আগস্ট ২০১২

মিডিয়া মুঘল রুপার্ট মারডকের দুরবস্থা কাটছে না৷ তাঁর কোম্পানি নিউজ কর্পোরেশন গত বছরের শেষ চতুর্থভাগে লোকসান করেছে দেড় বিলিয়ন ডলারেরও বেশি৷ অন্যদিকে তাঁর মালিকানাধীন পত্রিকায় আবারও পুলিশ হানা দিয়েছে৷

https://p.dw.com/p/15nSP
ছবি: picture-alliance/dpa

নিউজ কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ২০১১ সালের শেষ তিন মাসে কোম্পানির আর্থিক ক্ষতির পরিমাণ ১.৫৫ বিলিয়ন ডলার৷ অথচ তার আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৬৮৩ মিলিয়ন ডলার৷ গোটা বছরের আয়ের পরিমাণ অবশ্য ৮.৪ বিলিয়ন ডলার যা আগের বছরের চেয়ে সাত শতাংশ কম৷

গত বছর ফোন হ্যাকিং কেলেঙ্কারির পর, জুন মাসে মারডক ঘোষণা দেন তাঁর পুরো নিউজ কর্পোরেশনকে দু'ভাগে ভাগ করার৷ এজন্য মোট ২.৮ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পত্তি হ্রাসের সিদ্ধান্ত নেন মারডক৷ মূলত সেই কারণেই এই লোকসানের মুখ দেখেছে নিউজ কর্পোরেশন৷

murdoch, medien, london, news corporation
মিডিয়া মুঘল রুপার্ট মারডকছবি: ap

উল্লেখ্য, নিউজ কর্পোরেশনের একভাগে রয়েছে প্রকাশনা সংস্থাগুলো৷ এতে রয়েছে ওয়ালস্ট্রিট জর্নাল, টাইমস এবং সান'এর মতো বিশাল বিশাল পত্রিকা৷ গত বছর হ্যাকিং কেলেঙ্কারির জের ধরে সান'এর ১৬৮ বছরের পুরনো সাপ্তাহিক পত্রিকা ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড' বন্ধ করে দিতে বাধ্য হন তিনি৷ জানা গেছে, সেই চাপের ফলেই নিউজ কর্পোরেশনের প্রকাশনা অংশে এই আর্থিক ক্ষতি হয়েছে৷ নিউজ কর্পোরেশনের অন্য অংশে রয়েছে বিনোদন সংস্থাগুলো, যাতে রয়েছে ফক্স নিউজ কেবল নেটওয়ার্ক এবং টোয়েন্টিথ সেঞ্চুর ফক্স'এর মতো বিশাল বিশাল প্রতিষ্ঠান৷

এদিকে হ্যাকিং কেলেঙ্কারির ঢেউয়ের ধাক্কা এখনও লেগে চলেছে মারডকের মিডিয়া সাম্রাজ্যে৷ নিউজ অফ দ্য ওয়ার্ল্ড'এর হ্যাকিং কেলেঙ্কারির পর ব্রিটিশ স্কটল্যান্ড ইয়ার্ড বর্তমানে তিনটি পৃথক তদন্ত চালাচ্ছে মারডকের কোম্পানির বিরুদ্ধের৷ এর অংশ হিসেবে গত মঙ্গলবার ব্রিটিশ পত্রিকা সান'এর এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে৷ আরও গ্রেফতার হয়েছেন এক পুলিশ সদস্য৷ এই পর্যন্ত অন্তত ৭০ জন গ্রেফতার হয়েছে হ্যাকিং কেলেঙ্কারির জের ধরে৷ অভিযুক্তদের মধ্যে রয়েছেন বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক মিডিয়া চিফ অ্যান্ডি কুলসন এবং প্রধান মারডকের সহকারী রেবেকা ব্রুকস৷

আরআই / ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য