1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরও এক ভাষা সৈনিকের বিদায়

১৩ নভেম্বর ২০১১

চির বিদায় নিলেন ভাষা আন্দোলনের আরও এক সৈনিক৷ মাতৃভাষা বাংলাকে বিদেশি হাত থেকে রক্ষার জন্য যাঁরা জীবনের ঝুঁকি নিয়েছিলেন তাদের একজন ছিলেন ইমদাদ হোসেন৷ রোববার আমাদের সবাইকে ছেড়ে গেলেন এই ভাষা সৈনিক৷

https://p.dw.com/p/139rZ
এই ভাষা আমাদের প্রাণের ভাষা৷ছবি: AP

অনেক দিন ধরে নিউমোনিয়াতে ভুগছিলেন ৮৫ বছর বয়স্ক শিল্পী ইমদাদ হোসেন৷ গত দুই সপ্তাহ ধরে তাঁর অবস্থার অবনতি হতে থাকে৷ এই অবস্থায় তাঁকে রাজধানীর হেল্থ অ্যান্ড হোপ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল৷ কিন্তু সবাইকে আশাহত করে শেষ পর্যন্ত পরপারে পাড়ি জমালেন ইমদাদ হোসেন৷

বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন ইমদাদ হোসেন৷ বর্তমান চারুকলা অনুষদ, যার নাম একসসময় ছিলো আর্ট কলেজ তার প্রথম ব্যাচের ছাত্র ছিলেন তিনি৷ ১৯৪৮ সালে সেখানে ভর্তি হওয়ার পর ভাষা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন৷ ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন ইমদাদ হোসেন৷ তাঁর মৃত্যুতে ভাষা আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর একজন প্রত্যক্ষদর্শীকে হারালো বাংলাদেশ৷

কেবল ভাষা আন্দোলন নয়, সাংস্কৃতিক অঙ্গনেও নিজের নাম লিখিয়ে রেখেছেন ছায়ানটের এই কর্মী৷ ১৯৬১ সালে ছায়ানটের প্রতিষ্ঠার পর থেকে এর সঙ্গে জড়িয়ে ছিলেন ইমদাদ হোসেন৷ এছাড়া উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় শিল্পী কামরুল হাসানের সঙ্গে মিলে গঠন করেন চারু শিল্পী সংস্থা৷ বাংলা ভাষা ও সংস্কৃতির এই আজীবন কর্মীকে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১০ সালে দেওয়া হয় একুশে পদক৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়