1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আবুলের কারণে বিশ্ব ব্যাংক বাদ’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২ ফেব্রুয়ারি ২০১৩

দু’মাসের মধ্যেই পদ্মা সেতুর দরপত্র আহ্বানের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী৷ বিপরীতে বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন, দুর্নীতিবাজ আবুল হোসেনকে বাঁচাতেই সরকার বিশ্ব ব্যাংককে ফিরিয়ে দিয়েছে৷

https://p.dw.com/p/17X10
প্রতীকী ছবিছবি: AP

বিশ্বব্যাংকের অর্থায়নকে না করে দেয়ার দু'দিন পর মুখ খুললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ তিনি বলেছেন, যে করেই হোক পদ্মা সেতু নির্মাণ করা হবে৷ তিনি বলেন, সরকার নিজস্ব অর্থায়নে এই সেতুর কাজ করবে৷ উন্নয়ন সহযোগিদের কেউ থাকলে থাকতে পারে৷ না থাকলেও কোন অসুবিধা নেই৷ কিন্তু তাদের কারুর জন্যই বসে থাকবে না সরকার৷ তিনি জানান, পদ্মা সেতু নির্মাণ নিয়ে আগামী মাসে বৈঠক হবে৷ মার্চেই দরপত্র আহ্বান করা হবে৷ দরপত্র আহ্বানের পর ৪৫ দিন এবং দরপত্র যাচাই বাছাই করতে আরো ১৫ লাগবে৷ এই সরকারের মেয়াদের মধ্যেই মূল সেতুর কাজ শুরু হবে৷ চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শনিবার অর্থমন্ত্রী এসব কথা জানান৷

এদিকে ঢাকায় দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেনম সরকারের ভেতরে কিছু বিশ্ব ব্যাংক বিলাসি ব্যক্তির কারনেই আজ এই অবস্থা৷ তারাই বিশ্বব্যাংককে এই সেতুতে রাখার জন্য জল ঘোলা করেছে৷ তিনি বলেন, বিশ্বব্যাংক ছাড়াই পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব৷ এবং বাংলাদেশ তা দেখিয়ে দেবে৷

তবে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, এই সরকারের আমলে পদ্মা সেতু আর হবেনা৷ সরকার তার দুর্নীতিবাজ মন্ত্রীকে বাঁচাতে বিশ্বব্যাংককে ফিরিয়ে দিয়েছে৷ এতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হল৷ তারা পদ্মা সেতু থেকে বঞ্চিত হল৷

প্রসঙ্গত, ২৯০ কোটি মার্কিন ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার না নেয়ার সিদ্ধান্তের পর এডিবিও অর্থায়ন করবেনা বলে জানিয়ে দিয়েছে৷ এডিবির দেয়ার কথা ছিল ৬১ কোটি ডলার৷ এখন বাকি থাকল জাইকার ৪০ কোটি এবং আইডিবির ১৪ কোটি ডলার৷ তবে বিশ্লেষকরা মনে করেন, যেখানে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক নেই সেখানে কোন উন্নয়ন সহযোগিই আর শেষ পর্যন্ত অর্থায়ন করবেনা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য