1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফর্মুলা ওয়ান

৫ নভেম্বর ২০১২

সেবাস্টিয়ান ফেটেল দেখিয়ে দিলেন তিনি কেন ফর্মুলা ওয়ানের গত দুইবারের চ্যাম্পিয়ন৷ রবিবার আবু ধাবি গ্রঁ প্রিতে সবার শেষে শুরু করে তিন নম্বরে রেস শেষ করেছেন রেড বুলের এই জার্মান চালক৷

https://p.dw.com/p/16cqk
ছবি: Reuters

শনিবারের কোয়ালিফাইং রাউন্ডটা ফেটেল শেষ করেছিলেন তৃতীয় হয়ে৷ কিন্তু রেস শেষে যখন নিয়ম অনুযায়ী ফেটেলের গাড়ি পরিদর্শন করছিলেন ফর্মুলা ওয়ানের কর্মকর্তারা, তখন তাতে পর্যাপ্ত জ্বালানি পাননি তারা৷ ফলে কোয়ালিফাইং'এ তৃতীয় হয়েও জরিমানা হিসেবে ফেটেলকে চূড়ান্ত রেস শুরু করতে হয়েছে সবার শেষে গিয়ে, ২৪ নম্বরে৷

ফেটেলের এই জরিমানার খবরে হয়তো মনে মনে খুশি হয়েছিলেন ফেরারির ফার্নান্ডো আলোন্সো৷ কেননা মরসুমের আর মাত্র দুই রেস বাকি থাকতে চ্যাম্পিয়নশিপ দৌড়ে ফেটেলের চেয়ে তিনি ১৩ পয়েন্টে পিছিয়ে ছিলেন৷ তাই হয়তো আলোন্সোর মনে হয়েছিল যে, এই সুযোগে তিনি ফেটেলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে পারবেন৷ কিন্তু সেটা হলো না৷ রেস শেষে দেখা গেল আলোন্সো হলেন দ্বিতীয়৷ আর তারপরেই ফেটেল৷ ফলে দুজনের মধ্যে পয়েন্টের ব্যবধান কমেছে মাত্র তিন পয়েন্ট৷ অর্থাৎ আলোন্সোর চেয়ে ফেটেল এখন এগিয়ে ১০ পয়েন্টে৷

Vettel Formel 1 Rennen Großer Preis von Abu Dhabi
ফেটেল এবং রেড বুল: যেমন চালক, তেমনই গাড়িছবি: AP

দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের অস্টিনে আর তার এক সপ্তাহ পর ব্রাজিলের সাঁও পাওলোতে মরসুমের শেষ দুটি রেস অনুষ্ঠিত হবে৷

গত দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফেটেল এবারের মৌসুমটা শুরু করেছিলেন বাজেভাবে৷ তবে শেষ চারটি রেস জিতে চ্যাম্পিয়নশিপ দৌড়ে সামনের দিকে চলে আসেন তিনি৷

আবু ধাবিতে প্রথম হয়েছেন লোটাস'এর কিমি রাইক্কোনেন৷ ২০০৭ সালের বিশ্ব চ্যাম্পিয়ন তিনি৷

জেডএইচ/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য