1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আত্মহত্যা করলেন জার্মান জাতীয় দলের ফুটবলার এঙ্কে

১১ নভেম্বর ২০০৯

জার্মান জাতীয় দলের নির্ভরযোগ্য গোলকিপার রবার্ট এঙ্কে আত্মহত্যা করলেন হঠাৎ করেই৷ মঙ্গলবার সন্ধ্যায় হানোভারে ছুটন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন বত্রিশ বছরের এই প্রতিভাবান ফুটবলার৷

https://p.dw.com/p/KTZ8
রবার্ট এঙ্কেছবি: AP

জার্মানির এক নম্বর গোলকিপার রবার্ট এঙ্কের এই অকস্মাত আত্মহত্যা বহু প্রশ্ন আর বিপুল বিস্ময়ের জন্ম দিয়েছে দেশবিদেশ জুড়ে৷ কী হয়েছিল, কেন তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলেন, এসব ব্যাপারে কোন তথ্যই এপর্যন্ত জানা যাচ্ছে না৷ আজ বুধবার হানোভারে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে এঙ্কের ক্লাব হানোভারের প্রেসিডেন্ট মার্টিন কিন্ড জানিয়েছেন৷ এঙ্কের আত্মহত্যার ঘটনায় শোকস্তব্ধ এবং হতবাক জার্মান ফুটবল মহল৷ বিস্মিত গোটা দেশও৷

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার কিছু পরে হানোভার শহরের একটি রেলওয়ে লেভেলক্রসিং-এ গিয়ে ছুটন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন রবার্ট এঙ্কে৷ তাঁর মৃত্যুর খবরের বিষয়ে সুনিশ্চিত করেন হানোভার পুলিশের মুখপাত্র স্টেফান বিটকে৷ বিটকে জানান, ছুটন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ায় এঙ্কের শরীর চুর্ণবিচুর্ণ হয়ে যায়৷ মৃত্যু হয় সঙ্গে সঙ্গেই৷

এঙ্কের আত্মহত্যার বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করে বক্তব্য রাখেন নিহত ফুটবলারের দীর্ঘদিনের বন্ধু এবং পরামর্শদাতা ইয়র্গ নেবলুং৷ ইয়র্গ এঙ্কের বন্ধু হলেও তিনিও জানাতে ব্যর্থ হন এই আত্মহত্যার কারণ৷

Robert Enke Flash-Galerie
খেলার মাঠেছবি: AP

কিন্তু ঠিক কী হয়েছিল, বা কেন তিনি এমনভাবে নিজেকে শেষ করে দিলেন, সে বিষয়ে বিশদ কিছুই জানা যায় নি৷ তাঁর স্ত্রী টেরেসা এবং একটি পালিত শিশুকন্যা রয়েছে৷ কয়েক বছর আগে এঙ্কে ও টেরেসার দুই বছর বয়সী একমাত্র কন্যাসন্তান জটিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়৷ তারপর সম্প্রতি একটি শিশুকন্যাকে দত্তক নিয়েছিলেন এঙ্কে দম্পতি৷

ফুটবলার হিসেবে অত্যন্ত ভালো কেরিয়ার ছিল এঙ্কের৷ জার্মানির জাতীয় দলে খেলেছেন তিনি৷ গত সেপ্টেম্বর মাসেও জাতীয় দলে খেলছিলেন৷ অসুস্থতার কারণে দল থেকে বাদ পড়েন৷ নিজেকে সুস্থ করে কয়েকদিন আগেই আবারও ফিরে এসেছিলেন হানোভারের হয়ে খেলতে৷ গত রবিবারও হানোভারের হয়ে খেলেছেন৷ বেশ কয়েকটি গোলও বাঁচিয়েছেন৷ আগামী ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মান জাতীয় দলের জন্য তিনিই ছিলেন প্রথম পছন্দ৷ জার্মান জাতীয় দলের কোচ ইউয়াখিম লোয়েও হতবাক এঙ্কের আত্মহত্যার খবর শুনে৷ ক্রীড়াজগত রীতিমত মুহ্যমান৷ আজ সাংবাদিক সম্মেলনে হয়তো বিস্তারিত জানা যেতে পারে এঙ্কের আত্মহত্যার কারণ৷

প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - হোসাইন আব্দুল হাই