1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আতঙ্কে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীরা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৩ মার্চ ২০১৩

যুদ্ধাপরাধ মামলার সাক্ষীরা আতঙ্কের মধ্যে আছেন৷ মামলার প্রসকিউটর রানা দাশগুপ্ত বলছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাক্ষী সুরক্ষা আইন করা প্রয়োজন৷

https://p.dw.com/p/17vjA
ছবি: AP

আর তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী ডিআইজি হান্নান খান জানান সাক্ষী সুরক্ষা আইন না থাকলেও তারা সাক্ষীদের চাহিদা মত তাদের নিরাপত্তা দিতে সচেষ্ট আছেন৷

গত সোমবার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মিরাজ উদ্দিন আহমেদের লাশ উদ্ধার করা হয় কুড়িল বিশ্বরোড এলাকা থেকে৷ তাঁকে অপহরণের পর হত্যা করা হয়৷ সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় সাক্ষ্য দিয়েছেন৷ তাঁর অভিযোগ তাঁর ভাইকে একারণেই হত্যা করা হয়েছে৷ তিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ এর আগে চট্টগ্রামে মারা যান সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার সাক্ষী ওয়াহিদুল আলম ঝুনু৷ তাঁর পরিবারের অভিযোগ সালাউদ্দিন কাদের চৌধুরীর লোকজন তাঁকে হাসপাতালে বিষ প্রয়োগে হত্যা করেছে৷ এই পরিস্থিতিতে যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে আসামিদের বিরুদ্ধে সাক্ষীরা আতঙ্কে আছেন বলে স্বীকার করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী ডিআইজি আব্দুল হান্নান খান জানান৷ তিনি ডয়চে ভেলেকে জানান, আসামিরা মোটেই দুর্বল নয়৷ তাদের আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষমতা অনেক৷ তবুও তারা সাক্ষীদের চাহিদামত তাদের নিরাপত্তা দেয়ার চেষ্টা করছেন৷ সাক্ষীদের নাম এবং তাদের আবাস স্থলের ঠিকানা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেয়া হয়েছে৷ আর মিরাজ উদ্দিন আহমেদ এবং ওয়াহিদুল আলম ঝুনু নিহত হওয়ার বিষয় তদন্ত করে দেখা হচ্ছে৷

অন্যদিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন তাঁরাও সাক্ষীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত আছেন৷ সরকারের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী সাক্ষীদের নিরাপত্তা দেয়া হচ্ছে৷ তবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সংসদে সাক্ষী সুরক্ষা আইন পাশ করতে হবে৷ তিনি বলেন সংবিধানে ১৯৭৩ সালের মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ আইনে সাক্ষী সুরক্ষার বিধান আছে৷ কিন্তু ট্রাইব্যুনাল আইনে সেটি আইন হিসেবে নেই৷ তিনি মনে করেন অবিলম্বে সংসদে এই আইনটি পাশ করা প্রয়োজন৷ তিনি জানান, যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে কয়েকটি মামলায় কিছু সাক্ষী শেষ র্পযন্ত আসেন নি৷ এটি নিরাপত্তাহীনতার কারণেই হয়েছে৷ সামনে যে মামলাগুলোর বিচার এবং সাক্ষ্যগ্রহণ চলছে তাতেও একই পরিস্থিতির আশঙ্কা আছে৷ এনিয়ে তারা প্রসিকিউটররা বৈঠক করে উদ্বেগের কথা জানিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য