1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাবোটাবাদে বিধ্বস্ত হেলিকপ্টার, নতুন বিতর্কে পাকিস্তান

২০ আগস্ট ২০১১

পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে সম্প্রতি বেশ টানাপোড়েন শুরু হয়েছে৷ এবার তার সঙ্গে যোগ হলো অ্যাবোটাবাদে বিধ্বস্ত মার্কিন বিশেষ হেলিকপ্টারের অংশবিশেষ চীনকে প্রদানের অভিযোগ৷

https://p.dw.com/p/12KKU
ছবি: Guy Pool/British Ministry of Defence

গত মে মাসে পাকিস্তান সেনা প্রশিক্ষণ কেন্দ্রের পাশে বসবাসরত আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে মার্কিন বিশেষ অভিযানে হত্যার পর থেকেই মূলত পাক-মার্কিন সম্পর্কে বেশ ফাটল ধরতে শুরু করে৷ উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বেশ কিছু কূটনৈতিক বিধি লঙ্ঘনের অভিযোগ তোলে৷ তবে শুধু অভিযোগ তোলা নয়, গ্রহণ করে পাল্টাপাল্টি পদক্ষেপ৷

ওসামাকে হত্যার পরই পাকিস্তানি গোয়েন্দাদের কর্মদক্ষতা এবং তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে৷ ওয়াশিংটনের অভিযোগ, সামরিক অ্যাকাডেমির কাছে দীর্ঘ সময় ধরে বসবাসকারী ওসামা বিন লাদেনের খবর নিশ্চয়ই পাকিস্তান সরকার জানতো৷ অন্যথা পাক গোয়েন্দাদের কর্মদক্ষতায় রয়েছে ব্যাপক ঘাটতি৷ অন্যদিকে, পাক সরকারের অভিযোগ, পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে অ্যাবোটাবাদে ঢুকে অভিযান চালিয়েছে মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলস৷ এছাড়া পূর্ব অনুমতি ছাড়াই পাকিস্তানি সামরিক বাহিনীর রাডারকে ফাঁকি দিয়ে বিশেষ হেলিকপ্টার নিয়ে অ্যাবোটাবাদে প্রবেশ করে তারা৷ অবশ্য তাদের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ওসামা বিন লাদেনের বাড়ির দেওয়ালে বিধ্বস্ত হয়৷

এই প্রেক্ষিতে পাকিস্তানে মার্কিন সামরিক প্রশিক্ষকদের সংখ্যা কমিয়ে ফেলে পাকিস্তানি কর্তৃপক্ষ৷ একইসাথে পাকিস্তানে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা - সিআইএ'র কর্মকাণ্ডের উপর কড়া সীমাবদ্ধতা টেনে দেয় ইসলামাবাদ৷ বিধি-নিষেধ আরোপ করা হয় পাকিস্তানে নিয়োজিত কর্মকর্তাদের জন্য ভিসা প্রদানের ক্ষেত্রেও৷ ফলে পাকিস্তানে তালেবান বিরোধী তৎপরতায় ঢিলেমির জন্য আগে থেকেই অসন্তুষ্ট মার্কিন কর্তৃপক্ষ আরো কড়া অবস্থানে চলে যায়৷ আর পাকিস্তানের জন্য প্রতিশ্রুত ২.৭ বিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রায় এক তৃতীয়াংশ হ্রাস করার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন৷

FLASH-GALERIE Apache Hubschrauber
অ্যাপাচি হেলিকপ্টারছবি: picture alliance/dpa

তবে কূটনৈতিক এমন টানাপোড়েন দূর করতে উভয় পক্ষই সচেষ্ট৷ তারই অংশ হিসেবে সম্প্রতি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা অ্যামেরিকা সফর করেন৷ আর ওসামা বিন লাদেনকে হত্যায় বিশেষ অভিযানের পর ইসলামাবাদ সফর করেন মার্কিন সিনেটর জন কেরি৷ সেই সফরে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি জানানো হয়, পাকিস্তান যেন চীন বা অন্য কোন দেশের কাছে অ্যাবোটাবাদে বিধ্বস্ত হেলকপ্টারের কোনো তথ্য, ছবি কিংবা অংশবিশেষ হস্তান্তর না করে৷ একইসাথে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রকে ফেরত দেওয়ার জন্যও চাপ দেওয়া হয়৷ সে অনুসারে মার্কিন কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে ব্ল্যাক হক হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ফেরত দিয়েছে ইসলামাবাদ৷

কিন্তু এবার, ‘দ্য ফাইনান্সিয়াল টাইমস' এবং ‘নিউইয়র্ক টাইমস' প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নতুন অভিযোগ৷ মার্কিন গোয়েন্দা সংস্থার বেনামি সূত্রের বরাত দিয়ে পত্রিকা দু'টি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য রয়েছে যে, পাকিস্তান এবং বিশেষ করে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই চীনকে ঐ বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি তোলার সুযোগ দিয়েছে৷ এছাড়া ধ্বংসাবশেষের কিছু বিশেষ অংশ চীনকে নেওয়ার সুযোগ করে দিয়েছে৷

তবে পাকিস্তান এবং চীন উভয় দেশই ওয়াশিংটনের এমন অভিযোগ অস্বীকার করেছে৷ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং অদ্ভুত৷'' এছাড়া পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল আশফাক কায়ানিও এই অভিযোগ অস্বীকার করেছেন বলে পত্রিকাগুলো উল্লেখ করেছে৷ তবে এই অভিযোগ নিশ্চিত হলে ইতিমধ্যে টানাপোড়েনে থাকা পাক-মার্কিন সম্পর্ক আরো এক ধাপ ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য