1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকের পর্দা নামছে রবিবার

সাগর সরওয়ার২৩ আগস্ট ২০০৮

বিশ্ব খেলাধুলার সবচেয়ে বড় আসর বেইজিং অলিম্পিকের পর্দা নামছে রবিবার৷ এই ক্রীড়াযজ্ঞে ১৯৯টি দেশের রেকর্ড সংখ্যক ১১ হাজার ২৪৯ জন প্রতিযোগী অংশ নেন৷

https://p.dw.com/p/F3ds
অলিম্পিক ফুটবলে সোনা জিতলো আর্জেন্টিনাছবি: AP

উদ্বোধনী অনুষ্ঠানের মত সমাপনী অনুষ্ঠানটি স্মরনীয় করে রাখতে সকল প্রস্তুতি সম্পন্ন৷ রবিবার তিন ঘন্টার অনুষ্ঠানের পর এথেন্স থেকে জ্বালানো বিশ্বব্যাপী প্রদক্ষিণ করা অলিম্পিক মশাল নিভে যাবে৷

Olympia Dressurreiten
অলিম্পিকের দৃষ্টিনন্দন সমাপনী অনুষ্ঠানের প্রত্যাশা করছেন বিশ্ববাসীছবি: AP

চীনা যন্ত্র শিল্পী এবং সহযোগী গীতিকার কং জিয়াংডন কে সঙ্গে নিয়ে সমাপনী উত্‌সবে ইটালীর সঙ্গীত পরিচালক গ্রেগরী মোরোডার সমাপনী অনুষ্ঠানের সংগীত চিরদিনের বন্ধু পরিবেশন করা হবে৷ এ ছাড়া থাকেছে আরো অনেক আকর্ষন৷

শনিবার অলিম্পিক ফুটবল ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে চাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা৷অলিম্পিকের মূল ভেন্যু বার্ডস নেস্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গতবারের চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে নাইজেরিয়াকে৷

অন্যদিকে, স্পেনকে ১- ০ গোলে হারিয়ে পুরুষ হকির ফাইনালে চাম্পিয়ন হয়েছে জার্মানি৷

এ পর্যন্ত চীন ৪৭টি স্বর্ণ পদক পেয়ে শীর্ষে রয়েছে৷ এরপরেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ তাদের ঝুলিতে রয়েছে ৩১টি স্বর্ণ পদক৷ ১৮টি স্বর্ণ পদক পেয়ে তৃতীয় অবস্থানে আছে ২০১২ সালের অলিম্পির্কের স্বাগতিক দেশ বৃটেন৷ অপর দিকে পরবর্তী তালিকায় রয়েছে যথাক্রমে রাশিয়া ও জার্মানি৷ জার্মানি পেয়েছে ১৪টি স্বর্ণ পদক৷ অবশ্য এখনো সব খেলা শেষ হয়নি৷