1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে তৃতীয় স্থান নিয়ে বৃটেন-রাশিয়া টানাটানি

রিয়াজুল ইসলাম২১ আগস্ট ২০০৮

বেইজিং অলিম্পিক শেষ হতে আর মাত্র তিন দিন বাকি৷ গেমসের শেষ দিকে এসে পদক তালিকার তৃতীয় স্থান নিয়ে বৃটেন ও রাশিয়ার মধ্যে চলছে জোর প্রতিযোগিতা৷

https://p.dw.com/p/F2YP
১০ কিলোমিটার ম্যারাথন সাতারছবি: AP

বেইজিং অলিম্পিকের শীর্ষস্থান যে চীনের তাতো অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে৷ পরের জায়গাটিও মোটামুটি যুক্তরাষ্ট্রের তা বলা যায়৷ তাই গেমসের শেষ দিকে এসে তৃতীয় জায়গাটি নিয়ে বেশ ভালো দৌড় শুরু হয়েছে বৃটেন ও রাশিয়ার মধ্যে৷ চীনের আগে অলিম্পিকে মার্কিন আধিপত্যের সবচে বড় প্রতিদ্বন্দ্বী ছিলো রাশিয়া৷ তাই কম হলেও প্রথম তিনের মধ্যে থাকতে তারা এখন বেশ মরিয়া৷ অন্যদিকে গত এথেন্স অলিম্পিকে দ্বিতীয় স্থানে থেকে আগাম হুশিয়ারি দিয়েছিলো চীন৷ আগামী ২০১২ সালের লন্ডন অলিম্পিককে সামনে রেখে বৃটিশরাও তেমন কোন বার্তা পৌছাতে পারে কিনা তা দেখার অপেক্ষায় ক্রীড়ামোদীরা৷

BdT Jelena Janković neue Nummer 1 der Welt laut WTA am 11. August 2008 während der Olympiade in Peking
এবারের অলিম্পিক টেনিস সাড়া জাগায়নি তেমন একটাছবি: AP

তবে অলিম্পিকের ১৩তম দিনে কিন্তু সফল রাশিয়া৷ তিনটি সোনা জিতে তাদের স্বর্ণপদকের সংখ্যা ঠেকেছে ১৬তে৷ মেয়েদের ২০ কিলোমিটার হাঁটায় ওলগা কানিসকিনা সোনা জিতেছেন৷ এছাড়া আধুনিক অলিম্পিক ক্রীড়া হিসেবে পরিচিত পেন্টাথলনে আন্দ্রে মোইসেভ এবং ফ্রিস্টাইল কুস্তিতে শিরভানি মুরাদভ রাশিয়াকে স্বর্ণ পদক এনে দিয়েছে৷ এদিকে নৌকা বাইচের দ্বৈতে বৃটেনের জন্য সোনা জিতেছেন আয়ান পারসি ও এন্ড্রু সিম্পসন৷ ফলে বৃটেন এখন ১৭টি স্বর্ণপদক নিয়ে পদক তালিকার তৃতীয় স্থানে৷

যুক্তরাষ্ট্রও এদিন তিনটি স্বর্ণ পদক যোগ করেছে পদক তালিকায়৷ পুরুষদের ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের শন মেরিট৷ এদিকে মেয়েদের ফুটবলের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র৷ নির্ধারিত ৯০ মিনিটে কোন গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে৷ ৯৬ মিনিটে যুক্তরাষ্ট্রে ক্যারিল লয়েড জয়সুচক গোল করেন৷ এ নিয়ে তৃতীয়বারের মত অলিম্পিকে মেয়েদের ফুটবলে স্বর্ণপদক জিতলো যুক্তরাষ্ট্র৷ এছাড়া মেয়েদের বিচ ভলিবলেও চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র৷

ট্রাক এন্ড ফিল্ডের স্প্রিন্টে এবার জয়জয়কার জ্যামাইকার৷ বুধবার উসাইন বোল্টের ক্যারিশমার পর বৃহস্পতিবার চমক দেখিয়েছেন ভেরোনিকা ক্যাম্পবেল৷ মেয়েদের ২০০ মিটার দৌড়ে অলিম্পিক সোনা ধরে রেখেছেন তিনি৷ এছাড়া পুরুষদের ১১০ মিটার হার্ডলসে কিউবাকে সোনা এনে দিয়েছেন ড্যারন রবেলস৷ ট্র্যাক এন্ড ফিল্ডের আরেক ইভেন্ট জ্যাভেলিন থ্রোতে সোনা জিতেছেন চেক রিপাবলিকের বারবোরা স্পোতাকোভা৷ এদিকে ডাইভিংয়ে বৃহস্পতিবার আরও একটি সোনা জেতায় চীনের স্বর্ণ পদকের সংখ্যা দাড়িয়েছে ৪৬এ৷ এদিকে পর্তুগালের পক্ষে এদিন প্রথম সোনা জিতেছেন ট্রিপল জাম্পার নেলসন এভোরা৷

এদিকে শনিবার পুরুষ হকির ফাইনালে জার্মানির মুখোমুখি হবে স্পেন৷ আজ সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে ৩-২ গোলে৷

তবে যে ঘটনাটি না বললেই নয় সেটি হচ্ছে পুরুষদের ১০কিলোমিটার ম্যারাথন সাতারে নেদারল্যান্ডের ফন ডের ভাইডেনের স্বর্ণপদক জয়৷ সাত বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত এই ডাচম্যানের জীবনের আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন চিকিত্‌সকরা৷ কিন্তু মৃত্যুর সঙ্গে লড়ে একসময় সুস্থ্ হয়ে ওঠেন তিনি৷ তার স্বর্ণপদক জয় অলিম্পিকের মহিমাকে যে ঔজ্জ্বল্যের সঙ্গে তুলে ধরেছে তাতে কোন সন্দেহ নেই৷