1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে ছন্দ ফিরে পাচ্ছে রাশিয়ার এ্যাথলেটরা

রিয়াজুল ইসলাম২০ আগস্ট ২০০৮

বেইজিং অলিম্পিকের ১২তম দিন বুধবার মোট ১১টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে৷ এর মধ্যে তিনটি জিতে ইতিমধ্যে পদক তালিকায় বেশ উপরে চলে এসেছে রাশিয়া৷ এদিকে ১০০ মিটারের পর ২০০ মিটারেও বিশ্ব রেকর্ড গড়েছেন দ্রুততম মানব উসাইন বোল্ট৷

https://p.dw.com/p/F1qj
ছন্দ ফিরেছে রাশিয়ার এ্যাথলেটরাছবি: AP

চীনাদের আগে অলিম্পিকে মার্কিন আধিপত্যের সবচে বড় প্রতিদ্ধন্দ্বী হিসেবে পরিচিত ছিলো রাশিয়া৷ এবার বেইজিং অলিম্পিকের শুরু থেকেই রাশিয়া পদক পাওয়ার দৌড়ে অনেকের চেয়েই ছিলো পেছনে৷ কিন্তু গেমসের শেষ দিকে এসে কিছুটা হলেও যেন ছন্দ ফিরে পেয়েছেন রাশিয়ার এ্যাথলেটরা৷ গত কয়েকদিন বৃটিশ এ্যাথলেটরা তাদের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে পদক তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে৷

Usain Bolt aus Jamaika gewinnt Goldmedaille 100 Meter
সোনা জয়ের পর উসাইন বোল্টছবি: AP

কিন্তু বুধবার রাশিয়া তিনটি সোনা জিতে নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে৷ মনে হচ্ছে আগামী কয়েকটি দিন তৃতীয় স্থান নিয়ে বৃটেন ও রাশিয়ার মধ্যে লড়াইটা বেশ জোরেশোরেই হবে৷ বুধবার ১০ কিলোমিটার ম্যারাথন সাতারে রাশিয়ার লারিসা ইলচেনকো স্বর্ণপদক জয় করেছেন৷ এছাড়া সিনক্রোনাইজড সাতারের দ্বৈতে আনাসতাসিয়া দাভিদোভা ও আনাসতাসিয়া আরমাকোভা ও কুস্তিতে বুভাইসা সেতিয়েভ রাশিয়াকে স্বর্ণ পদক এনে দিয়েছেন৷ এ নিয়ে রাশিয়ার স্বর্ণপদকের সংখ্যা দাড়িয়েছে ১৩ তে৷

এদিকে শীর্ষস্থানে থাকা চীন আরও দুটি স্বর্ণপদক যোগ করেছে তাদের পদক তালিকায়৷ এ দুটি এসেছে নৌকা বাইচ ও তায়কোয়ান্দোতে৷ নৌকা বাইচে চীনের এটিই সর্বপ্রথম স্বর্ণপদক৷ এর ফলে তাদের স্বর্ণপদকের সংখ্যা দাড়িয়েছে ৪৫এ৷ অপরদিকে দ্বিতীয় ও তৃতীয স্থানে থাকা যুক্তরাষ্ট্র ও বৃটেন আজ কোন সোনা পায়নি৷ ফলে তাদের স্বর্ণপদকের সংখ্যা যথাক্রমে ২৬ ও ১৬তেই রয়ে গেছে৷

তবে এদিনের সবচে বড় ঘটনা দ্রুততম মানব উসাইন বোল্টের ২০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়ার ঘটনাটি৷ ১৯৮৪ সালের লস এঞ্জেলেস অলিম্পিকে কার্ল লুইসের পর এই প্রথম কেউ ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে একসঙ্গে সোনা জিতলেন৷ গত শনিবার ১০০ মিটারে বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন আজ ২০০ মিটারেও ১৯ দশমিক ৩০ সেকেন্ড নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন এ দ্রুততম মানব৷ এদিকে উসাইন বোল্টের বিশ্বরেকর্ডের পরপরই তার স্বদেশী মেলাইন ওয়াকার মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন৷

এদিকে দিনটি স্মরণীয় হয়ে থাকবে দক্ষিণ এশিয়ার জন্যও৷ কারণ দক্ষিণ এশিয়ার দু দেশ ভারত ও আফগানিস্তান অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছে৷ কুস্তির ৬৬ কেজির ক্যাটাগরিতে তুরষ্কের জন্য প্রথম সোনা এনে দিয়েছেন রামাজান শাহিন৷ সেখানে ভারতের সুশিল কুমার ব্রোঞ্জ পেয়েছেন৷ অভিজিত বিন্দ্রার স্বর্ণ পদকের সঙ্গে এ ব্রোঞ্জ ভারতকে পদক তালিকার ৪২ নম্বরে উঠিয়ে দিয়েছে৷ এর বাইরে বক্সিংয়ে ভারতের আরেকটি পদক পাওয়া নিশ্চিত করেছেন ভিজেন্দর কুমার৷ বুধবার ইকুয়েডরের কার্লোস গনগোরাকে হারিয়ে এ ইভেন্টে ইতিমধ্যে সেমিফাইনালে নিশ্চিত করেছেন তিনি৷ এদিকে তায়কোয়ান্দোতে ব্রোঞ্জ পেয়ে আফগানিস্তানকে এই প্রথম অলিম্পিক পদক এনে দিয়েছেন রোহুলান নিকপাই৷