1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে চতুর্থ অবস্থানে জার্মানি

রিয়াজুল ইসলাম২৩ আগস্ট ২০০৮

বেইজিং অলিম্পিকের শেষ দিকে এসে শুক্রবার তিনটি স্বর্ণপদক জিতে পদক তালিকায় চতুর্থ অবস্থানে চলে গেছে জার্মানি৷ এদিকে বিশ্ব রেকর্ড গড়েই হ্যাট্রিক স্বর্ণপদক জিতে নিয়েছেন জ্যামাইকার উসাইন বোল্ট৷

https://p.dw.com/p/F3DZ
তিনটি স্বর্ণপদক জিতে পদক তালিকায় চতুর্থ অবস্থানে চলে গেছে জার্মানিছবি: picture-alliance/ dpa

অলিম্পিক শেষ হতে বাকি আর মাত্র দুদিন৷ গেমসের ১৩তম দিন শুক্রবার মোট ২১টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে৷ তবে দিনটি যে জার্মানির ছিলো তাতে কিন্তু কোন সন্দেহ নেই৷ গেমসের মাঝের সময়ে বেশ খানিকটা এগিয়ে গেলেও হঠাত্ করেই যেন থমকে গিয়েছিলো জার্মানরা৷ এদিন তিনটি সোনা জিতে পাঁচ নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে শুধু টপকে যায়নি তারা ব্যবধানটিও বাড়িয়ে নিয়েছে৷ নৌকা বাইচে পুরুষ ও মহিলাদের ডাবলসে সোনা জিতেছে জার্মান দল৷ এছাড়া পেন্টাথলনে সোনা জিতেছেন লেনা শ্যোনবোর্ন৷ এদিকে নৌকা বাইচে আজ চমক দেখিয়েছে বেলারুশও৷ এ ইভেন্টে দুটি স্বর্ণপদক পেয়েছে তারা৷

Olympia, Olympiasiegerin im Triathlon, Emma Snowsill aus Australien
তিনটি সোনা জিতে পাঁচ নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে শুধু টপকে যায়নি তারা ব্যবধানটিও বাড়িয়ে নিয়েছেছবি: AP

পদক তালিকার শীর্ষে থাকা চীন শুক্রবার আরও একটি সোনা জিতেছে৷ মেয়েদের টেবিল টেনিস সিঙ্গেলসে এ সাফল্য এনে দিয়েছেন ঝাং য়িনিং৷ এদিকে ছেলেদের বিচ ভলিবলের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র৷ এছাড়া ১০টি ইভেন্ট মিলে যে প্রতিযোগীতা সে ডেকাথলনেও সোনা জিতেছেন আরেক মার্কিনী ব্রায়ান ক্লে৷ নৌকা বাইচে বৃটেনের পক্ষে এদিন একমাত্র সোনা জিতেছেন টিম ব্রাবান্টস৷ এদিকে চীনের হকির সোনা পাওয়ার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে নেদারল্যান্ড৷ মেয়েদের হকির ফাইনালে তারা স্বাগতিকদের হারিয়েছে ২-০ গোলে৷ এ‌ছাড়া একইদিন আরও একটি করে স্বর্ণপদক জিতেছে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, ইথিওপিয়া, ফ্রান্স, লাটভিয়া, ইতালি, হাঙ্গেরি, ইরান, অস্ট্রেলিয়া ও জ্যামাইকা৷

তবে জ্যামাইকার কথা আলাদা ভাবে বলতেই হয়৷ এবার যুক্তরাষ্ট্রের দুঃখ হিসেবেই আবির্ভূত হয়েছে জ্যামাইকা৷ অলিম্পিকে চীন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থান কেড়ে নিলেও সেটা অনেকের কাছেই হয়তো অপ্রত্যাশিত ছিলো না৷ কিন্তু ট্রাক এন্ড ফিল্ডে বহুদিনের মার্কিন রাজত্ব এবার হাতছাড়া হয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট দেশ এই জ্যামাইকার কাছে৷ আর এর পুরো কৃতিত্ব দিতে হয় দ্রুততম মানব উসাইন বোল্টকে৷ শুক্রবারও যেমনি ৪০০ মিটার রিলেতে সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি৷ এর আগে ১০০ ও ২০০ মিটারের মত রিলেতেও বিশ্ব রেকর্ড গড়লেন এই দ্রুততম মানব এবং ভেঙ্গে দিলেন ১৬ বছর আগে বার্সেলোনা অলিম্পিকে যুক্তরাষ্ট্রের গড়া বিশ্ব রেকর্ড৷ আগের রেকর্ডের চেয়ে দশমিক ৩০ সেকেন্ড কম নিয়ে ৩৭ দশমিক ১০ সেকেন্ড নিয়ে এ বিশ্ব রেকর্ড করলো জ্যামাইকার রিলে টিম৷ ফলে এবার তিনটি সোনার পাশাপাশি তিনটি বিশ্বরেকর্ডের মালিকও হলেন উসাইন বোল্ট৷

গেমসের ১৩তম দিন শেষে যথারীতি চীন শীর্ষে রয়েছে ৪৭ টি স্বর্ণপদক নিয়ে৷ এরপর যুক্তরাষ্ট্রের রয়েছে ৩০ টি স্বর্ণপদক৷

এদিকে নিষিদ্ধ মাদক নেয়ার অভিযোগ পুরোপুরি প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ হয়েছেন হেপ্টাথলনে রুপা জয়ী ইউক্রেনের ল্যুডমিলা ব্লোনস্কা৷ এর আগে ২০০৩ সালেও একই অপরাধে তাকে দু বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো৷ ইতিমধ্যে তার রৌপ্যপদকও কেড়ে নেয়া হয়েছে৷