1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকে এক পায়ের সাঁতারু

হাফসা হোসাইন২২ আগস্ট ২০০৮

একটি পা নেই তো কি, আরেকটি তো আছে! এই নিয়েই আর দশটা পরিপূর্ণ মানুষের মতোই চলতে চান দক্ষিণ আফ্রিকার নাটালি দু টয়েট৷

https://p.dw.com/p/F3J3
দক্ষিণ আফ্রিকার নাটালি দু টয়েটছবি: picture-alliance/dpa

আর সেই আত্মবিশ্বাসে ভর করেই এবারের বেইজিং অলিম্পিকে মহিলাদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে অংশ নিয়ে রেকর্ড গড়েছেন তিনি৷

সুঠাম দেহের আরো ২৫ জন প্রতিযোগীর সঙ্গে লড়েছেন দু টয়েট৷ শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ১০ জন সাঁতারুকে পেছনে ফেলে ১৬তম অবস্থানে ছিলেন তিনি৷

আগামী অলিম্পিকেও অংশ নিয়ে আরো ভালো কোন ফল দেখাতে প্রত্যয়ী দু টয়েট৷ তাঁর কথা, "এমনকি আমি চিন্তাও করতে চাই না যে আমার একটি পা নেই৷ আর দশজন সাঁতারুর সঙ্গে এভাবে লড়ে যোগ্যতা প্রমাণ করতে চাই৷``

সাত বছর আগে মোটর সাইকেল দুর্ঘটনায় বাঁ পা-টি হারান দু টয়েট৷ তাতে কি, মনোবল তো কেড়ে নিতে পারেনি ওই দুর্ঘটনা!